শনিবার, মে ১৭, ২০১৪

অবশেষে পুলিশ ব্যারাক থেকে মুক্ত হল ইবির টিএসসিসি


রাশেদুন নবী রাশেদ, ইবি প্রতিনিধি- অবশেষে পুলিশ ব্যারাক থেকে মুক্ত হল ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি)। গতকাল বিশ্ববিদ্যালয়ের ভিসির নির্দেশে প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমানের প্রচেষ্টায় এ পুলিশ ব্যারাক সরিয়ে দেয়া হয়েছে। ফলে উন্মুক্ত হয়েছে সাংস্কৃতিক সংগঠন গুলোর কার্যক্রম। এতে টিএসসিসিতে অবস্থানরত সকল সাংস্কৃতিক সংগঠনগুলো প্রশাসন ও প্রক্টরকে অভিনন্দন জানিয়েছেন। জানা যায়, দীর্ঘ চার বছর ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) ১১৬ নং কক্ষটি পুলিশ ব্যরাকের দখলে ছিল। এতে অবস্থানরত পুলিশ সদস্যরা ক্যাম্পাস চলাকলীন সময়ে ছাত্র/ছাত্রীদের সামনে প্রকাশ্যে ধূমপান, গাজাঁ, ছাত্রীদের সাথে অশোভন আচরণ, ইভটিজিং, মোবাইলে ছবি তোলা, উচ্চ শব্দে গান শোনা, গোসল শেষে গামছা পড়ে খালি গায়ে আপত্তিকর অবস্থায় চলাফেরা সহ নানারকম অভিযোগ করে শিক্ষার্থীরা। এছাড়াও টিএসসিসিতে পুলিশ ব্যারাক থাকায় এতে অবস্থানরত বিশ্ববিদ্যালয়ে ডিবেটিং সোসাইটি, বিশ্ববিদ্যালয় থিয়েটার, ব্যতিক্রম, আবৃত্তি আবৃত্তি, রম্যহাট, উদীচি শিল্প গোষ্ঠী,মুক্ত বাংলাসহ প্রায় ৩৪টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সংস্কৃতি চর্চা মারাত্মকভাবে ব্যাহত হয়ে আসছিল। এ নিয়ে বিভিন্ন সময় পত্র-পত্রিকায় তাদের এসব কার্যকলাপের সংবাদ প্রকাশ করা হলেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারে নি। অবশেষে
শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রানের দাবীর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আব্দুল হাকিম সরকারের নির্দেশে প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমানের একান্ত প্রচেষ্টায় গতকাল টিএসসিসি থেকে পুলিশ ব্যরাক সরানো হয়েছে। ফলে টিএসসিসি তার সংস্কৃতিক অঙ্গন ফিরে পয়েছে। এতে সকল সাংস্কৃতিক সংগঠন গুলো প্রক্টরকে অভিনন্দন জানিয়েছেন। বর্তমানে পুলিশ সদস্যদের থাকার জন্য বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমান হলের আন্তর্জাতিক ব্লকের ডাইনিং রুমে ও বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় পুনর্বাসন করা হয়েছে। এব্যাপারে বিশ্ববিদ্যলয়ের ডিবেটিং সোসাইটির সভাপতি ইমামুল হাসান আদনান বলেন, ‘ ডিবেটের বিভিন্ন অনুষ্ঠানে ভিসি মহোদয়ের কাছে দীর্ঘদিনের জোর দাবী ছিল টিএসসিসিকে পুলিশ মুক্ত করা। অবশেষে প্রশাসনের সহায়তায় টিএসসিসিকে পুলিশ মুক্ত করায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও প্রক্টরসহ সবাইকে অভিনন্দন জানিয়েছেন। এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সকল সাংস্কৃতিক সংগঠন গুলোর দাবী ছিল টিএসসিসিকে পুলিশ মুক্ত রাখা। এ দাবী প্রেক্ষিতে ভিসি প্রফেসর ড. আব্দুল হাকিম সরকারের নির্দেশে এ কাজটি করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন