বৃহস্পতিবার, জানুয়ারী ২৪, ২০১৩

ইবির ভর্তি পরীক্ষা ২৩ ফেব্র“য়ারী থেকে শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয় ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ ফেব্র“য়ারী শুরু হবে। গতকাল দুপুর ১২ টায় ভিসি আব্দুল হাকিম সকল অনুষদের ডিন ও বিভাগীয় সভাপতি, হল প্রভোস্ট, প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও প্রশাসনিক বিভিন্ন দায়িত্বে থাকা শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহন করেন। আগামী ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে তিনি এসময় জানান। মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের সবগুলো অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান ও হল প্রভোস্টরা উপস্থিত ছিলেন।

ইবির ছাত্রলীগ নেতা গুম

 উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

ইসলামী বিশ্ববিদ্যাল প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ঢাকা থেকে গুম হয়েছেন বলে গুঞ্জন উঠেছে। গত মঙ্গলবার রাত থেকে তার ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। নিখোঁজ সাইফুলের সকল বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন ও ঢাকার সবগুলো থানায় খোঁজ নিয়েও এসংবাদ লিখা পর্যন্ত (সন্ধা: ৭টা) তার সন্ধান পাওয়া যায়নি। সাইফুলকে উদ্ধারের দাবিতে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে বঙ্গবন্ধু হল শাখার ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ সকাল ১০টার মধ্যে সাইফুলের কোনো সন্ধান পাওয়া না গেলে তারা কঠোর আন্দোলনে যাবার হুমকি দিয়েছে। সাইফুল ইবির আইন ও মুসলিম বিধান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। এব্যাপারে ঢাকার তেজগাঁও থানা ও ইবি থানায় পৃথক দুটি সাধারণ ডায়রী করা হয়েছে। নিখোঁজ সাইফুলের পরিবার ও ছাত্রলীগের একাধিক নেতা জানান, মঙ্গলবার কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দের সাথে দেখা করার জন্য ইবির বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ঢাকা যান। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় নেতাকর্মীর সাথে সাংগঠনিক কাজ শেষে রাত সাড়ে ৮টার দিকে ফার্মগেট থেকে লেগুনায় চড়ে কাজীপাড়া অবস্থিত নিজ বন্ধু রানার বাসার উদ্দেশ্যে রওনা দেয় সাইফুল। তারপর থেকে তার ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। ফার্মগেট পর্যন্ত জুয়েল নামে এক বন্ধু তার সাথে ছিল। ইবি ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজু বলেন, “আমি, সাইফুল ও হালিম এবং কুষ্টিয়া জেলা

১৮দলীয় জোটের গণ সংযোগ কর্মসুচীর অংশ হিসেবে : ইবিতে মতবিনিময় অনুষ্ঠিত

রাশেদুন নবী রাশেদ, ইবি প্রতিনিধি : দেশব্যাপী ১৮ দলীয় জোটের গণ সংযোগ কর্মসূচীর অংশ হিসেবে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান রিপন ইসলামী বিশ্ববিদ্যালয়র শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছেন।  গতকাল ইসলামী বিশ্ববিদ্যালয়ে সকাল ১০ টায় শিক্ষক সমিতির অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নজিবুল হক, সাধারণ সম্পাদক প্রফেসর ড. ইকবাল হোসেন, সাবেক সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান, প্রফেসর ড.তোজাম্মেল হোসেন, প্রফেসর ড. এম এয়াকুব আলী, প্রফেসর ড. আবু সিনা, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. রুহুল আমীন ভূঁইয়া, প্রফেসর ড. শফিকুল ইসলাম, প্রফেসর ড. গোলাম মাওলা, প্রফেসর ড. আব্দুস শহিদ মিয়াসহ শিক্ষক সমিতি, জিয়া পরিষদ, গ্রীণ ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে এবার সাড়ে ৩ বছরের শিশু ধর্ষিত : প্রভাবশালীদের চাপে পরিবার

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহ সদর উপজেলার পার্বতিপুর গ্রামে ওমান প্রবাসির সাড়ে ৩ বছরের এক শিশু কন্যা ধর্ষনের শিকার হয়েছে। গত সোমবার রাতে এই ধর্ষনের ঘটনা ঘটলেও প্রভাবশালীদের চাপে ভিকটিমের পরিবার ধর্ষণের ঘটনা প্রকাশ করতে সাহস পাচ্ছেন না। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। পাশবিক নির্যাতনের শিকার শিশুটির মা শিল্পী খাতুন জানান, সোমবার রাতে তিনি পাশের বাড়িতে ছিলেন। এই সুযোগে প্রতিবেশি আরব আলীর লম্পট ছেলে কাসেম আলী (৪৫) বাড়িতে একা পেয়ে তার শিশু কন্যাকে ধর্ষণ করে। ধর্ষিতা শিশুর চিৎকারে আশপাশের মহিলারা ছুটে এলে ধর্ষক কাসেম আলী পালিয়ে যায়। এখনো পর্যন্ত সে পালিয়ে রয়েছে বলে

ঝিনাইদহে বিএনপির গণসংযোগ ও প্রচার পত্র বিলি

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহে বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে ১৮ দলীয় জোট গণসংযোগ ও প্রচারপত্র বিলি কর্মসুচি পালন করছে। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা শহরের পায়রা চত্বর, নতুন হাটখোলা, বাস টার্মিনাল, কলারহাট, চুয়াডাঙ্গা বাসষ্ট্যাণ্ডসহ গুরুত্বপূর্ণ ৭টি পয়েন্টে প্রচার পত্র বিলি করে মানুষের মাঝে সচেতন সৃষ্টির জন্য পথসভা করা হয়। এ পথসভায় শত শত মানুষ উপস্থিত হন। সর্বগ্রাসী দুর্নীতি, দুঃশাসন এবং তত্ত্বধায়ক সরকার ব্যবস্থা পুনঃবহালের দাবিতে ঝিনাইদহ জেলা বিএনপি এই কর্মসূচী পালন করে।  গণসংযোগ কালে ঝিনাইদহ শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসস্টান্ড সহ জনবহুল স্থানগুলোতে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়। প্রচারপত্র বিলি ও গনসংযোগ কর্মসূচীর নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে বিএনপি নেতা আব্দুল মালেক, আব্দুল মতলেব মিয়া, জাহিদুজ্জামান মনা, এমএ মজিদ, আব্দুল মজিদ বিশ্বাস, শ্রমিক নেতা মনোয়ার হোসেন, মিজানুর রহমান সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।

মহেশপুরে একটি ইটভাটায় বন্দি ১৪ জন শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামে একটি ইটভাটায় আটকে রাখা ১৪ জন শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে মহেশপুর থানার পুলিশ তাদের উদ্ধার করে বাড়ি পাঠায়।  মহেশপুর থানার এসআই শহিদুল ইসলাম ও শ্রমিকরা জানান, সর্দার ব্রিকসের মালিক সামছুজ্জামান ১৪ জন নারী ও পুরুষ শ্রমিককে আটকে রেখে তাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করিয়ে আসছিল। তাদের নিয়মিত মজুরি দেওয়া হতো না। ভাটা ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাজার থেকে শ্রমিকদের

কুষ্টিয়ায় কর্মজীবী নারীদের সাথে মত বিনিময় সভা

ষ্টাফ রিপোর্টার : ‘সকল নারীই কর্মজীবী’ এ স্লোগান নিয়ে কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছে কর্মজীবী নারী সংগঠন। গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির প্রোগাম অফিসার আরতি রানী সিংহ রায় গণমাধ্যম কর্মিদের মাঝে পূণাঙ্গ কৃষি শ্রম আইন প্রণয়ন বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, যুগ্ন সাধারন সম্পাদক জিল্লুল রহমান, সাংগাঠনিক সম্পাদক অমিত সিংহ রায়, সিনিয়র সাংবাদিক মুজিবুল শেখ, তাহেরা বেগম প্রমুখ।  ১৯৯১ সালে সংগঠনটি যাত্রা শুরু করে নির্যাতিত, বঞ্জিত শ্রমজীবি নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে চলেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি জরিপ উল্লেখ করে মত বিনিময় সভায়