রবিবার, ফেব্রুয়ারী ১৭, ২০১৩

কুষ্টিয়ায় আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে এফ এম বেতার কেন্দ্র স্থাপন কার্যক্রম

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে এফ এম বেতার কেন্দ্র স্থাপন কার্যক্রম। দৌলতপুরে বাংলাদেশ বেতারের প্রকল্পের অধিন এফ এম বেতার কেন্দ্র স্থাপন কথা রয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সকল প্রক্রিয়া শেষ পর্যায়ে বলে সংশিষ্ট সুত্রে জানিয়ে ছিলেন। কিন্তু সকল কার্যক্রম প্রায় সমাপ্ত হবার পরেও অদৃশ্য কারনে আটকে আছে এফ এম বেতার কেন্দ্র স্থাপনের নির্মাণ কার্যক্রম। সুত্র জানায়, গত বছরের ২ আগষ্ট বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার আহমেদ স্বাক্ষরিত পত্র মারফত জানায়,

কুষ্টিয়ায় ট্রাক চাপায় এনজিও কর্মী নিহত:আহত-১

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া : কুষ্টিয়ার চৌড়হাসে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তপন কুমার দাস (৩৫) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন সত্যেন সাহা (৪৫) নামে আরও এক এনজিও কর্মী। শনিবার দুপুর দুইটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চৌড়হাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তপনের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলায়। সত্যেন সাহার পরিচয় পাওয়া যায়নি।

কুষ্টিয়ায় গৃহশিক্ষক কতৃক দ্বিতীয় শ্রেনীর এক স্কুল ছাত্রী ধর্ষনের শিকার

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া : কুষ্টিয়ায় দ্বিতীয় শ্রেনীর এক স্কুল ছাত্রী গৃহশিক্ষকের লালসার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের মাতপুর গ্রামে ওই স্কুল ছাত্রীর নিজ বাড়িতে গৃহশিক্ষকের দ্বারা ধর্ষনের শিকার হয়েছে। বর্তমানে সে কুষ্টিয়া জেনারেল হাসপতালে ভর্তি রয়েছে। তার শারীরিক অবস্থা ভাল নয় বলে জানিয়েছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ২৩ ফেব্রুয়ারি থেকে

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। ইতোমধ্যে ভর্তি পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার লক্ষে ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান প্রক্টর অধ্যাপক ড. মোহা. জাহাঙ্গীর

কাজী আরেফসহ ৫ জাসদ নেতা হত্যার ১৪ বছর

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী আরেফসহ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) পাঁচ নেতা হত্যাকা-ের ১৪তম বার্ষিকী শনিবার। কুষ্টিয়ার দৌলতপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হচ্ছে দিনটি। এ উপলক্ষে কাজী আরেফ পরিষদ হত্যাকা- স্থল কালিদাসপুর স্কুল মাঠ ও শহীদ ইয়াকুব আলী ট্রাস্ট ফিলিপনগর পিএম কলেজে স্মরণসভা ও দোয়া মাহফিলসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এদিকে, ১৪ বছর পার হয়ে গেলেও নৃশংস এ হত্যাকা-ের বিচার হয়নি। সনাক্ত করা যায়নি মূল পরিকল্পনাকারীদের। ১৯৯৯

ব্যাংক কর্মী নিহত হওয়ার ঘটনায়

কুষ্টিয়ায় কৃষি ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের উদ্যেগে বিক্ষোভ সভা

স্টাফ রিপোটার : জামায়াত শিবিরের হামলায় ঢাকায় অগ্রণী ব্যাংকে এক কর্মী নিহত হওয়ার প্রতিবাদ এবং দোষীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে কুষ্টিয়ায় বিক্ষোভ সভা করেছে কুষ্টিয়ার কৃষি ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। গতকাল বিকালে শহরের বঙ্গবন্ধু মার্কেটে কৃষি ব্যাংকের আঞ্চলিক অফিস চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়ন কুষ্টিয়া অঞ্চলের সভাপতি আবু তালেবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি গোলাম মহসিন, বিষেশ অতিথি ছিলেন কৃষি ব্যাংক কুষ্টিয়া অঞ্চল বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বিশ্বনাথ দাস, সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের আহবায়ক আকমল হোসেন। এছাড়া ব্যাংকের বিভিন্ন শাখার ব্যাস্থাপকের মধ্যে বক্তব্য রাখেন সাহাবুদ্দিন, বাহাউদ্দিন, রেজাউল হক, আব্দুস সালাম প্রমুখ। সভা শেষে একটি র‌্যালী শহর প্রদক্ষিন করে।

কুষ্টিয়ায় মহিলা উন্নয়ন সমিতির উদ্যেগে বিনামূল্য টিউবয়েল স্থাপন

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় মহিলা উন্নয়ন সমিতির উদ্যেগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে নারীর ক্ষমতায়ন ও আয়বর্ধনমূলক প্রশিখ্যক্ষনের আওতায় সদর উপজেলার কবুরহাট ও কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেউড়িয়াতে বিনামূল্য ৪ টি টিউবয়েল স্থাপন করা হয়েছে। গত ১৩ ফেব্র“য়ারী এ কাজ শুরু হয়। মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী নিলুফা আকতার নাসরিনের উপস্থিতিতে কবুরহাট এলাকায় বটতৈল ইউনিয়নের অসংখ্য নারী পুরুষ এসময় উপস্থিত ছিলো। এদিকে কুমারখালী ছেউড়িয়াতে স্থানীয় গন্যমান্য