রবিবার, ফেব্রুয়ারী ১৭, ২০১৩

কুষ্টিয়ায় আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে এফ এম বেতার কেন্দ্র স্থাপন কার্যক্রম

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে এফ এম বেতার কেন্দ্র স্থাপন কার্যক্রম। দৌলতপুরে বাংলাদেশ বেতারের প্রকল্পের অধিন এফ এম বেতার কেন্দ্র স্থাপন কথা রয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সকল প্রক্রিয়া শেষ পর্যায়ে বলে সংশিষ্ট সুত্রে জানিয়ে ছিলেন। কিন্তু সকল কার্যক্রম প্রায় সমাপ্ত হবার পরেও অদৃশ্য কারনে আটকে আছে এফ এম বেতার কেন্দ্র স্থাপনের নির্মাণ কার্যক্রম। সুত্র জানায়, গত বছরের ২ আগষ্ট বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার আহমেদ স্বাক্ষরিত পত্র মারফত জানায়, ৭৫ কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ এর উপানুষ্ঠানিক পত্রের প্রেক্ষিতে সরকার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এফ এম বেতার কেন্দ্র স্থাপনের জন্য বাংলাদেশ বেতার থেকে প্রকল্প গ্রহণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়। বেতার কেন্দ্রের ২০ কিলোওয়াট এফ এম ট্রান্সমিটার স্থাপন সহ পুর্ণাঙ্গ বেতার কেন্দ্র স্থাপনের জন্য অফিস ভবন, আবাসিক এলাকা, স্টুডিও সহ কারিগরী বক, বিদ্যুৎ, পানি সহ সকল অব কাঠামো সুবিধার জন্য কমপক্ষে ৩ একর খাসজমি জায়গা নির্ধারণ করার জন্য জেলা প্রশাসন কুষ্টিয়াকে বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার আহমেদ পত্র প্রদান করেন। সেই লক্ষ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের ভুমি অধিগ্রহণ কর্মকর্তা বেগম নাহিদা আক্তার গত বছরের ২৮ আগষ্ট দৌলতপুর উপজেলায় ৩ একর খাস জমি অধিগ্রহণের লক্ষ্যে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সরজমিনে তদন্ত পুর্বক মন্তব্যসহ প্রতিবেদন প্রেরণ করার জন্য দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পত্র প্রদান করেন। বাংলাদেশ বেতারের প্রধান প্রকৌশলী মো: কামরুজ্জামান জানান, জমি অধিগ্রহণ সম্পন্ন হবার সথে সাথেই বেতার কেন্দ্রের অবকাঠামো নির্মাণের কাজ শুরু করা হবে। এ ব্যাপারে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ জানান, বেতার কেন্দ্রের জন্য উপজেলার রিফাইতপুর ইউপির সোনাইকান্দি মৌজায় ৫.৩০ একর খাসজমি অধিগ্রহনের জন্য কুষ্টিয়া জেলা প্রশাসন কে লিখিত পত্র দেয়া হয়। তিনি আরো জানান, এখানে বেতার কেন্দ্রটি চালু হলে পিছিয়ে থাকা দৌলতপুর উপজেলার জনগোষ্ঠী শিক্ষা, বিনোদন, কৃষি, আধুনিক তথ্য প্রযুক্তি সম্পর্কে নানা ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা লাভ করতে পারবে। কিন্তু অদ্যবধি এফ এম বেতার কেন্দ্র স্থাপন না হাওয়ায় এ নিয়ে জন মনে সংশয় দেখা দিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন