রবিবার, ফেব্রুয়ারী ১৭, ২০১৩

উন্নত জাতের সরিষা চাষ করে অধিক ফলনের লক্ষ্যে


কুষ্টিয়ার হরিনারায়নপুরে চাষীদের নিয়ে মাঠ দিবস পালন

স্টাফ রিপোর্টার : বিনা কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতের সরিষা চাষ করে অধিক ফলনের লক্ষ্যে কুষ্টিয়ায় চাষীদের নিয়ে মাঠ দিবস পালিত হয়েছে। মুসলিম এইড ইউকে বাংলাদেশ আয়োজিত কুষ্টিয়ার পল্লী হরিনারায়পুরে এ মাঠ দিবস পালিত হয়। মাঠ দিবসে চাষীদের অল্প সময়ে স্বল্প খরচে অধিক ফলনের লক্ষ্যে সরিষার
আবাদের প্রতি চাষীদের উদ্বুদ্ধ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনষ্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক ডঃ. রাইসুল হায়দার, কুষ্টিয়া সদর উপজেলা কৃষি অফিসার জাহিদুল আমিন, বাংলাদেশ মুসলিম এইড এর কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান, আবু হাসান, বিনা মাগুরা উপকেন্দ্রের ফার্ম ম্যানেজার হায়দার আলী সরকার, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা আনিসুর রহমান, উপসহকারী কৃষি অফিসার আশরাফুল ইসলাম, হাফিজুর রহমান, আব্দুল মান্নান, রোজিনা খাতুনসহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তারা দেশে তেলের উৎপাদন বাড়ানোর জন্য চাষীদের উন্নত জাতের সরিষা আবাদের পরামর্শ দেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন