রবিবার, ফেব্রুয়ারী ১৭, ২০১৩

কুষ্টিয়ায় মহিলা উন্নয়ন সমিতির উদ্যেগে বিনামূল্য টিউবয়েল স্থাপন

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় মহিলা উন্নয়ন সমিতির উদ্যেগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে নারীর ক্ষমতায়ন ও আয়বর্ধনমূলক প্রশিখ্যক্ষনের আওতায় সদর উপজেলার কবুরহাট ও কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেউড়িয়াতে বিনামূল্য ৪ টি টিউবয়েল স্থাপন করা হয়েছে। গত ১৩ ফেব্র“য়ারী এ কাজ শুরু হয়। মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী নিলুফা আকতার নাসরিনের উপস্থিতিতে কবুরহাট এলাকায় বটতৈল ইউনিয়নের অসংখ্য নারী পুরুষ এসময় উপস্থিত ছিলো। এদিকে কুমারখালী ছেউড়িয়াতে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে টিউবয়েল স্থপন করা হয়। এসময় সংক্ষিপ্ত এক সভায় মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী নিলুফা আকতার নাসরিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক মাহমুদুর রহমান আল কাদেরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক ইউনুচুর রহমান লিটন। এসময় বক্তারা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ও মহিলা উন্নয়ন সমিতি, কুষ্টিয়ার ভূয়সি প্রসংশা করেন এ ধরনের প্রকল্পের মাধ্যমে পানির অভাব পুরন করার জন্য। তারা মহিলা উন্নয়ন সমিি কে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন। এসময় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের মধ্যে আরো উপস্থিত ছিলেন মিঠু আহমেদ, অধ্যাপক আলী আজম, আব্দুর রউফ, আবু তালেব, মাওলানা সিহাব উদ্দিন, মাওলানা গোলাপ, হাশেম মন্ডল, আজীর মন্ডল প্রমুখ। এসময় মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী নিলুফা আকতার নাসরিন বলেন, আমরা টিউবয়েল স্থপন করে দিলাম কিন্তু এ রক্ষনাবেক্ষনের দায়িত্ব আপনাদেরই। এসময় সভানেত্রীকে সহযোগীতা করেন নঈম সরোয়ার ও সাগর আহমেদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন