রবিবার, ফেব্রুয়ারী ১৭, ২০১৩

কুষ্টিয়ার হরিশংকরপুরে গণ-সংবর্ধনা

ইসলামে জঙ্গীবাদ সন্ত্রাসবাদের স্থান নেই : হাজী রবিউল ইসলাম

স্টাফ রিপোর্টার : ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণে জাতীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম হিসাবে মাওলানা ফয়জুর রহমান প্রধানমন্ত্রী কর্তৃক পুরুস্কার প্রাপ্ত হওয়ায় কুষ্টিয়ায় তাকে গণ-সংবর্ধনা দিয়েছে কুষ্টিয়াবাসী। কুষ্টিয়া শহরের হরিশংকরপুরে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা প্রদান করা হয়। হাজী গোলাম সাবের লাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম। বক্তব্য রাখেন মতিয়ার রহমান মজনু, হাফিজুর রহমান খোকন, মোকাররম হোসেন মোয়াজ্জেমসহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে হাজী রবিউল ইসলাম বলেন, সমাজ ও দেশের উন্নয়নে আলেম সমাজের ভূমিকা অনেক। আলেম সমাজই সমাজের সকল স্তরের ব্যক্তিদের নৈতিক শিক্ষা প্রদান করতে। তাদের বক্তব্যের মাধ্যমে সমাজের ন্যায়-অন্যায়তে তুলে ধরতে। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ইমামদের ভূমিকা উল্লেখযোগ্য। দেশ ও সমাজ গঠনে ইমামদের সমাজ উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান তিনি। তিনি আরো বলেন, সমাজের কিছু আলেম আছেন যারা ধর্মকে পূজি করে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে সমাজে দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করে। ইসলাম শান্তির ধর্ম। ইসলামে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের স্থান নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও চেয়েছিলেন বাংলাদেশকে সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়তে। তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা সে কাজই করে যাচ্ছেন। অনুষ্ঠান শেষে মাওলানা ফয়জুর রহমানকে সংবর্ধিত করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন