রবিবার, ফেব্রুয়ারী ১৭, ২০১৩

খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার শুরার অধিবেশন অনুষ্ঠিত

ইসলামী আন্দোলনকে বেগবান করতে হলে

ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : এ্যাড: জাহাঙ্গীর হোসাইন 

খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার মজলিসে শুরার অধিবেশন গতকাল ১৬ ফেব্র“য়ারী শনিবার বিকেল ৩ টায় স্থানীয় থানাপাড়াস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন অধ্যাপক মো: সিরাজুল হক। প্রধান অতিথি ছিলেন সংগঠনের অন্যতম কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড: মো:জাহাঙ্গীর হোসাইন। তিনি বলেন, বিশ্ব থেকে সমাজতন্ত্র বিদায় নেবার পর আজ ইহুদী ও খৃষ্টানচক্র ইসলাম ধর্মকে টার্গেট করেছে। তারা এই দুনিয়্া থেকে ইসলাম ও মুসলমানদেরকে নিশ্চিহু করার জন্য বিভিন্নভাবে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে ইসলাম ও মুসলমানদেরকে মৌলবাদ, সাম্প্রদায়িক,সন্ত্রাসী ও জঙ্গী আখ্যা দিয়ে তারা কাজ করে যাচ্ছে। মেয়েদেরকে পথে নামিয়েছে। পর্দা প্রথা তুলে দিতে চায়। ধর্মীয় শিক্ষা দূর করার অপচেষ্টা চালাচ্ছে। তাই আমাদেরকে ধর্ম ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে ইসলাম ও জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে লড়াই করে যেতে হবে। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সম্পাদক মো:ইব্রাহিম খলিল, কুষ্টিয়াশহর শাখার সভাপতি অধ্যক্ষ এম এ বারী, শহর শাখার সেক্রেটারী অধ্যাপক মো: আজিরুল ইসলাম . পবিত্র দরসে কোরআন পেশ করেন দৌলতপুর থানা শাখার সহ- সভাপতি হাফেজ মো: গোলাম কিবরিয়া। প্রধান অতিথির হাতে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে উক্ত সভায় বেশ কয়েকজন সংগঠনে যোগদান করেন। মুফতি আব্দুল হামিদ কে আহবায়ক, অধ্যক্ষ এম, এ, বারীকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করে আগামী ২ মাসের মধ্যে কুষ্টিয়া জেলার একটি পুনাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন