রবিবার, ফেব্রুয়ারী ১৭, ২০১৩

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ২৩ ফেব্রুয়ারি থেকে

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। ইতোমধ্যে ভর্তি পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার লক্ষে ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান প্রক্টর অধ্যাপক ড. মোহা. জাহাঙ্গীর হোসাইন। মতবিনিময় সভায় প্রক্টর ড. জাহাঙ্গীর হোসাইন বলেন, আসন্ন ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছি। তিনি আরও জানান, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কেউ যাতে বিশৃঙ্খলা না করতে পারে এজন্য ক্যাম্পাসে সকল প্রকার মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বহিরাগত প্রবেশ রোধে গেট থেকে শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখে প্রবেশ করানো হচ্ছে বলে তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো: মাহবুবর রহমান, সহকারী প্রক্টর ড. মুহা. কামরুজ্জামান, মো. রফিকুল ইসলাম, মো. আলতাফ হোসেন, মোহা. জাহাঙ্গীর সাদাত এবং ইবি প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নেতারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন