রবিবার, ফেব্রুয়ারী ১৭, ২০১৩

মঞ্জুরুল হক চৌধুরী রতন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

এ আয়োজনের মধ্যদিয়ে খেলোয়াড়দের সুপ্ত

প্রতিভার বিকাশ ঘটবে : সৈয়দ বেলাল হোসেন

কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দ বেলাল হোসেন বলেছেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এ আয়োজনের মধ্যদিয়ে খেলোয়াড়দের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে। এ ধরণের আয়োজনে খেলোয়াড়দের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা সম্পর্কে জানা সম্ভব হয় এবং এদেরকে ক্রীড়ার উন্নয়নে কাজে লাগানো যায়। তিনি বলেন, আজকের এ প্রতিযোগিতায় কিশোর থেকে শুরু করে যুবক বয়সের প্রতিযোগিতা অংশগ্রহণ করছে। এদেরকে নিয়মিত অনুশীলনের মাধ্যমে কাজে লাগাতে পারলে কুষ্টিয়া ক্রাড়াঙ্গনের আরো উত্তরণ ঘটবে। তিনি এ প্রতিযোগিতার আয়োজন করায় জেলা ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ জানিয়ে বলেন, আজকের এই খেলোয়াড়দের জাতীয় ও আন্তর্জাতিকমানের করে গড়ে তোলার চেষ্টা করুন। আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। প্রতিযোগিতায় অংশ্রহণকারীদের ধন্যবাদ জানান সৈয়দ বেলাল হোসেন। গতকাল কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মঞ্জুরুল হক চৌধুরী রতন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় কুষ্টিয়ার জেলা প্রশাসক ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দ বেলাল হোসেন এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রাশাসক (সার্বিক) ড. মোল্লা হাসান মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি খন্দকার জুলফিকার আলী আরজু, জহুরুল হক চৌধুরী রনজু ও সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন লাবলু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক কাজী রফিকুর রহমান, যুগ্ম-সম্পাদক খন্দকার সাদাত-উল-আনাম পলাশ, এ্যাডঃ মোসাদ্দেক আলী মনি ও কোষাধ্যক্ষ খন্দকার ইকবাল মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে চ্যাম্পিয়ন দল নব যুবক ক্রীড়া চক্র ও রানার আপ দল দেবী প্রসাদ এ.সি সহ বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন