রবিবার, ফেব্রুয়ারী ১৭, ২০১৩

কুষ্টিয়ার মিরপুরে ওপেন হাউজ ডে

অপরাধী যেই হোক তাদেরকে আইনের আওতায় আনা হবে : সি এ হালিম

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া : সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) সি এ হালিম বলেছেন, সন্ত্রাস উন্নয়নের প্রধান অন্তরায়। তাই সন্ত্রাসী, অপরাধী যেই হোক তাদেরকে আইনের আওতায় আনা হবে। জনগণের শান্তি প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নকে তরান্বিত করতে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদেরকে প্রতিহত করতে হবে। শনিবার সকালে মিরপুর থানা কমপাউন্ডে ‘ওপেন হাউজ ডে’-র আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন গুটি কয়েক সন্ত্রাসীদের হাতে সাধারণ জনগণকে জিম্মি হতে দেয়া যাবে না। শান্তি শৃংখলা রক্ষায় সন্ত্রাস দমনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তিনি সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত মিরপুর গড়তে সকলের সহযোগিতা কমনা করেন। মিরপুর থানা অফিসার ইনচার্জ (প্রশাসন) সিকদার মশিউর রহমানের সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আকতারুজ্জামান, উপজেলা পুলিশিং ফোরামের আহ্বায়ক আব্দুল জলিল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, পৌর কমিউনিটি পুলিশিং ফোরামের অহ্বায়ক মশিউর রহমান নাসিম, আমলা ইউনিয়নের সদস্য সিদ্দিক আলী প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন