শনিবার, ফেব্রুয়ারী ১৬, ২০১৩

কুষ্টিয়া জেলা শ্রমিকদলের বর্ধিত সভায় সৈয়দ মেহেদী আহমেদ রুমী

সারাদেশে আওয়ামী সন্ত্রাসীরা নৈরাজ্য সৃষ্টি করছে


ষ্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কুষ্টিয়া জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩ টায় টিএন্ডটি শ্রমিক কর্মচারী ইউনিয়নের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক দলের সভাপতি আমিরুল ইসলাম রহিমের সভাপতিত্বে সভায় ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন। সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রিয় শ্রমিকদলের সহ-সভাপতি ফারাজি মতিয়ার রহমান, স্বাগত বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কে এইচ সরওয়ার হোসেন, বিষেশ অতিথি ছিলেন কেন্দ্রিয় শ্রমিকদলের যুগ্ন সম্পাদক সফিউল আলম সফি, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা হামিদা খাতুন, সদস্য ফরিদ আহমেদ সিদ্দিক, সিদ্দিকা মহল, তৌহিদুর রহমান খোকন, জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান হেলাল, এ্যাড.গোলাম মহাম্মাদ, সিনিয়র যুগ্ন সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, যুগ্ন সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, এম এ শামীম আরজু, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড.শামীম আরজু, যোগাযোগ সম্পাদক হাজী রবিউল আওয়াল, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আর এম খালেদ, আব্দুল মান্নান, ওমর শরীফ সোহেল, মিজানুর রহমান রন্জু, সহ-সধারণ সম্পাদক শহিদুল ইসলাম চন্টু, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস, সদর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বেসরকারী ইকেট্রিক শ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলাম শহিদ, অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, গনতন্ত্র পুনরুদ্ধারে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার গত চার বছরে দেশের গনতন্ত্র, অর্থনীতি, আইনশৃঙ্গখলা ধ্বংসের দারপ্রান্তে নিয়ে গেছে। এ সরকার জনগণের কাছ থেকে মিথ্যা কথা বলে ভোট নিয়ে সকল ওয়াদা পূরণে ব্যর্থ হয়ে বিরোধী দলীয় নেতা কর্মীদের খুন গুম, ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। তারা জনগণের জানমালের কোন নিরাপত্তা দিতে পারছে না। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে আওয়ামীলীগ ও ছাত্রলীগ ক্যাডাররা টেন্ডারবাজি ও ভর্তি বাণিজ্যর মাধ্যমে নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করেছে। দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ না করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত । দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলনে শ্রমিকদলের নেতা কর্মিদের ঝাপিয়ে পরার আহবান জানান।  অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, বিএনপি জিয়াউর রহমানের গরা ১৬ কোটি মানুষের দল হামলা ভাংচুর মিথ্যা মামলা দিয়ে বিএনপির আন্দোলন বন্ধ করা যাবে না। আওয়ামীলীগের পেটুয়া বাহিনি গুম খুন সন্ত্রাসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। তিনি বলেন দ্রব্য মূল্যর উদ্ধগতির সাথে দেশে বিদুৎতের দাম বাড়ছে বিদুৎতের গতিতে।
এসময় আরো উপস্থিত ছিলেন দৌলতপুর থানা, ভেড়ামারা থানা, মিরপুর থানা, খোকসা থানা, কুমারখালী থানা, সদর থানা, টিএন্ডটি, বিদুৎ, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, কৃষি ব্যাংক, বিআরডিবি, মটর শ্রমিক, টেক্সটাইল, রিক্সা শ্রমিক, অটো রিক্সা, মিনি ট্রাক, হোটেল শ্রমিক, কুষ্টিয়া পৌরসভা, ভেড়ামারা পৌরসভা, বে-ইলেকট্রিক, পাউবো, সহ বিভিন্ন বেসিক ইউনিটের নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন