শনিবার, ফেব্রুয়ারী ১৬, ২০১৩

কুষ্টিয়া-খুলনা মহাসড়কে ওলামা মাশায়েখদের গণবিক্ষোভ মিছিল


রাশেদুন নবী রাশেদ, ইবি প্রতিনিধি : আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তি ও অবৈধ ট্রাইবুনাল বাতিলের দাবীতে গতকাল শুক্রবার জুময়ার নামাজের পর ইসলামী বিশ্ববিদ্যালয় ওলামা মাশায়েখের এক সহ¯্রাধিক ওলামা কুষ্টিয়া-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এর পর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিদের খন্ড খন্ড মিছিল এসে ইবি ওলামাদের মিছিলে যোগ দেয়। মিছিলটি শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয় মেইন গেইটে এসে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে বক্তরা অতিদ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার ও ট্রাইব্যুনাল বাতিলের দাবি জানায়। এসময় হাজার-হাজার তৌহিদী জনতা হাত ঊঁঁঁঁঁঁচু করে বুকে বুলেট নেওয়ার শপথ করে বলেন সাঈদীর কিছু হলে সারা দেশে আগুন জ্বলবে। এছাড়া এই আওয়ামী সরকার শাহবাগে নতুন প্রজম্মের দোহাই দিয়ে দেশ থেকে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার গভীর ষড়যন্ত্র করার পায়তারা করছে। সরকার যদি সাঈদীর নামে যুদ্ধাপরাধ নামক যে মিথ্যা মামলা দিয়ে আটক করে রেখেছে তা যদি দ্রুত বাতিল না করে তাহলে এদেশের আলেম ওলামারা তাদের তাজা জীবন দিয়ে হলেও আল্লামা সাঈদীর মুক্তির ব্যবস্থা করতে বাধ্য হবে। এসময় ঘন্টাব্যাপী এই বিক্ষোভ মিছিলে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন