শনিবার, ফেব্রুয়ারী ১৬, ২০১৩

২৯ মার্চের জাতীয় মহাসমাবেশেই প্রমাণ হবে

হাওয়া ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, দেশের মানুষ অনেক পট পরিবর্তন দেখেছে, অনেক দলের শাসন দেখেছে, কিন্তু ক্ষমতালোভী শাসকগোষ্ঠীর আচরণে দেশবাসী হতাশ। সন্ত্রাস-কালোটাকা নির্ভর রাজনীতি ও বিদেশনির্ভর ক্ষমতা দখলের প্রতিযোগীতায় সাধারণ মানুষ রাজনীতিবিদদের উপর চরমভাবে ক্ষুব্ধ। এ অবস্থার উত্তরণ ঘটাতে জনসাধারণের স্থায়ী শান্তির ব্যবস্থা হিসেবে আল্লাহর রসূল হযরত মুহাম্মাদ স. ইসলামী খেলাফতব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। এর বিপরীত কোন নীতি-আদর্শ বা চেতনা কেয়ামত পর্যন্তও জাতিকে শান্তি দিতে পারবে না। গণতন্ত্র, সমাজতন্ত্র বা ধর্মনিরপেক্ষতাবাদ নয় একমাত্র ইসলামই সকল ধর্মের মানুষকে শান্তি দিতে সক্ষম এ ধারনা আজ অধিকাংশ মুসলমান লালন করে। এ চেতনা নিয়েই আগামী ২৯ মার্চ রাজধানীর পল্টনে জাতীয় মহাসমাবেশের ডাক দেয়া হয়েছে। মহাসমাবেশের জনসমুদ্রই প্রমাণ করবে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলামী চেতনার পক্ষে, তারা ইসলামী শাসনব্যবস্থা চায়।  আজ সকালে পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত কেন্দ্রীয় মজলিশে আমেলার (নির্বাহী পরিষদ) মাসিক বৈঠকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসব কথা বলেন।  ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ-এর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমতিয়াজ আলম, সহ-প্রচার সম্পাদক কে এম আতিকুর রহমান, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ছাত্র ও যুব বিষক সম্পাদক আমিনুল ইসলাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা আতাউর রহমান আরেফী, এড. এ কে এম এরফান খান, মাওলানা নেছার উদ্দিন প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন