শনিবার, ফেব্রুয়ারী ১৬, ২০১৩

কুষ্টিয়ায় পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে ওলামা মাশায়েখদের বিক্ষোভ মিছিল : আটক ২


স্টাফ রিপোটার : বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীসহ সকল ওলামা মাশায়েখদের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে কুষ্টিয়ার ওলামা মাশায়েখরা। ‘অবৈধ ট্রাইব্যুনাল ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’ শ্লোগান দিয়ে গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে বিক্ষোভ মিছিলটি শহরের নারিকেল তলা থেকে বের হয়ে চামড়া পট্টি অতিক্রম করে . পরে তারা ওই মিছিল নিয়ে কাটাইখানা মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ যেয়ে তাদের ধাওয়া দিয়ে ছত্র ভঙ্গ করে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিল। এদিকে জামায়াত সমর্থিত ওলামা মাশায়েখদের মিছিল ঠেকাতে কঠোর অবস্থানে ছিল কুষ্টিয়া জেলা পুলিশ। শহরের গুরত্বপূর্ন মোড়সহ বড় বাজার জামে মসজিদ ও বড় মসজিদের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। ওলামা মাশায়েখদের কিছু নেতাকর্মী বড় মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে পাবলিক লাইব্রেরীর সামনে থেকে একটি মিছিল দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের প্রতিহত করে। পরে পুলিশ ধাওয়া করলে তারা কুষ্টিয়া ইসলামিয়া কলেজের গলি দিয়ে পালিয়ে যায়। এসময় পুলিশ দুই বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলেন সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট এলাকার মৃত মুনসুর আলীর ছেলে হাজী মমতাজ আলী (৭০) ও একই এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে রমজান (৫৫)। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ রবিউল ইসলাম জানান, কুষ্টিয়ায় জামায়াত-শিবির যাতে কোন ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে সে জন্য প্রশাসনের নজরদারী রয়েছে। আটককৃতদের সম্পর্কে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা মিছিলে অংশগ্রহণ করার জন্য এসেছিল। পরে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন