শনিবার, ফেব্রুয়ারী ১৬, ২০১৩

মঞ্জুরুলহক চৌধুরী রতন স্মৃতি বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় ডিসি সৈয়দ বেলাল হোসেন


ষ্টাফ রিপোর্টার : জেলার ক্রীড়াঙ্গনে খেলার মানন্নোয়নে এই সংস্থা যেভাবে কাজ করে যাচ্ছে তা অবশ্যই প্রশংসনীয় ভূমিকা রেখেছে। ক্রীড়া সংস্থার প্রতিটি সদস্য নিজেদের স্বার্থ নয় জেলার খেলাধুলার উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমরা আশা করি আজকের বার্ষিক প্রতিযোগীতায় যে সমস্ত প্রতিযোগী অংশগ্রহণ করছে এখান থেকে তারাই একদিন জাতীয় পর্যায়ে কুষ্টিয়ার তথা দেশের সুনাম বয়ে আনতে সক্ষম হবে। গতকাল সকাল ১১টায় স্টেডিয়াম মাঠে কুষ্টিয়া জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে মঞ্জুরুল হক চৌধুরী রতন স্মৃতি বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধনীতে প্রধান অতিথি জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন উপরোক্ত কথাগুলো বলেন। জহুরুল হক রঞ্জু’র সভাপতিত্বে উদ্বোধনী ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ২৫টি ক্লাব এই প্রতিযোগীতায় অংশ গ্রহণ করছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করা হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রতিযোগীতার শুভ উদ্বোধন ঘোষনা করেন। এরপর জাতীয় মহিলা ক্রিকেটার শামিম আখতার পিংকী ও জাতীয় এ্যাথলেটিক জয়নাল আরেফিন মশাল প্রজ্বলন করার মধ্যদিয়ে ক্রীড়ার আনুষ্ঠানিক শুরু হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি খন্দকার জুলফিকার আলী আরজু, সাধারণ সম্পাদক মকবুল হোসেন লাবলু, বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, বাংলাদেশ এ্যাথলেটিক ফেডারেশন সদস্য আক্তারুজ্জামান মৃধা পলাশ, সাঁতার ফেডারেশন সদস্য খোকন সিরাজুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা কাইয়ুম নাজার, কালেক্টরেট স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা আফরোজা আক্তার ডিউ, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক আমজাদ আলী খান, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক তৌফিক সহ আমন্ত্রিত সুধীজন। এসময় উপস্থিত ছিলেন। সঞ্চালনে সাদআদ উল আনাম পলাশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন