শনিবার, ফেব্রুয়ারী ১৬, ২০১৩

কুষ্টিয়ায় ভালোবাসার স্বীকৃতি না পেয়ে যুবতীর আত্মহত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া পুলিশ লাইনের এক কনস্টেবলের (রিজার্ভ) ভালবাসার স্বীকৃতি না পেয়ে হারপিক পান করে যুবতী (২৩) আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। বর্তমানে আশংকাজনক অবস্থায় তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৩নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। গতকাল শুক্রবার সকালে তিনি শহরের থানাপাড়ার একটি বাসা বাড়ীতে এ আত্মহত্যার চেষ্টা চালায়। জানা যায়, কুষ্টিয়া পুলিশ লাইনের কনস্টেবলের (রিজার্ভ) আব্দুল কুদ্দুসের সাথে কুষ্টিয়ায় পুলিশ সদস্যের মোবাইল ফোনে ভেড়মারার এক যুবতির পরিচয় হয়। এরপর থেকে দুইজন দীর্ঘদিন প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়। পরে তারা দুইজন একাধিকবার বিভিন্ন জায়গায় সাক্ষাৎ করে। কয়েকদিন যাবত সেই যুবতী কনস্টেবল আব্দুল কুদ্দুসকে বিয়ের প্রস্তাব দেয়। এতে অস্বীকৃতি জানায় আব্দুল কুদ্দুস। এরপর থেকে দুইজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এঘটনার জের ধরে গতকালের সকালে যুবতী হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে তাকে পরিবারের সদস্যরা আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এব্যাপারে সকালে হাসপাতালে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য জানান, দীর্ঘদিন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন যাবত সেই যুবতি আব্দুল কুদ্দুস কে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু আঃ কুদ্দুস বিবাহিত হওয়ায় রাজি হয়নি। এ কারণেই যুবতি হারপিক পানে আত্মহত্যা করতে পারে বলে তিনি ধারণা করা হচ্ছে। এ সম্পর্কে কুষ্টিয়া পুলিশ লাইনের আরআই রাকিব উদ্দিন আহমেদের ব্যবহৃত মুঠোফোনে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন