
সোমবার, অক্টোবর ০৭, ২০১৩
হিলি সীমান্তে বেড়েই চলেছে নারী-শিশু পাচার ও অবৈধ অনুপ্রবেশ

খোকসায় স্যাটিটেশন মাস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা

ইবিতে ঈদ ও পূজার ছুটি ৮ অক্টোবর হতে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজা ও ঈদ-উল-আযহার ছুটি ৮ অক্টোবর হতে শুরু হচ্ছে। আগামী ৮ অক্টোবর হতে ২৪ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ এবং ২৬ অক্টোবর পর্যন্ত ক্লাসসমূহ ছুটি থাকবে। ছুটি শেষে ২৬ অক্টোবর শনিবার হতে অফিসসমূহ এবং ২৭ অক্টোবর রবিবার হতে ক্লাসসমূহ যথারীতি চলবে। ছুটিকালীন সময়ে আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। ২৬ অক্টোবর সকাল ১০ টায় হলসমূহ খুলে দেয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি।
প্রধানমন্ত্রীর সফরে “সিকিউরিটি পাশ” কার্ডে দলীয়করণে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নিন্দা
কুষ্টিয়ায় আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফর কে কেন্দ্র করে কুষ্টিয়া সরকারী কলেজ মাঠের জনসভা ও ভেড়ামারায় বিদুৎ কেন্দ্র উদ্ধোধনের স্থানে সাংবাদিকদের জন্য “সিকিউরিটি পাশ” কার্ডের ক্ষেত্রে দলীয়করনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন।এক বিবৃতিতে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুকুল জেলার বিভিন্ন টেলিভিশন প্রতিনিধি, জাতীয় পত্রিকা এবং স্থানীয় দৈনিক ও সাপ্তাহিত পত্রিকার সাংবাদিকদের “সিকিউরিটি পাশ” না দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, প্রশাসন জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং বিারোধীদলের দলের মালিকানাধীন পত্রিকার সাংবাদিক দের “সিকিউরিটি পাশ” না দিয়ে আওয়ামী ঘরনার মালিকানাধীন প্রত্রিকা ও প্রশাসনের মদদপুষ্ট সাংবাদিকদের “সিকিউরিটি পাশ” দেওয়া হয়েছে ।
রবিবার, অক্টোবর ০৬, ২০১৩
ঝিনাইদহে বাস চাপায় স্কুল ছাত্রী নিহত
প্রতিবাদে ঝিনাইদহ-ঢাকা মহাসড়ক অবরোধ, বাসে আগুন

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে পলি মন্ডল ও তার সহপাঠি প্রিয়া একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলে এসএসসির টেষ্ট পরীক্ষা দিতে ঝিনাইদহ ফজের আলী বালিকা বিদ্যালয়ে যাচ্ছিলো। তাদের বহনকারী
খোকসায় এসিডে ঝলসে যাওয়া কাকলির ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

খোকসায় বজ্রপাতে কৃষানীর মৃত্যু
খোকসা প্রতিনিধি : খোকসায় শনিবার দুপুরে বজ্রপাতে এক কৃষানীর মৃত্যু হয়েছে। অলৌকিক ভাবে সাথে থাকা শিশু পুত্রটি বেঁচে গেছে। পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার মালিগ্রামের কৃষানী চয়না খাতুন (৩০) শিশু পুত্র রাকিবকে সাথে নিয়ে প্রতিদিনের মত হাঁসের খাবার সংগ্রহ করতে মাঠে যায়। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। কৃষানীর উপর একটি বজ্র আছরে পরলে সে সজ্ঞা হারিয়ে ফেলে। সাথে থাকা শিশু রাকিবের চিৎকারে গ্রামবাসী এসে গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক কৃষানীকে মৃত বলে ঘোষনা করে। মৃত কৃষানীর স্বামীর নাম আব্দুল মাজেদ। সে ২ সন্তানের মা।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)