সোমবার, অক্টোবর ০৭, ২০১৩

হিলি সীমান্তে বেড়েই চলেছে নারী-শিশু পাচার ও অবৈধ অনুপ্রবেশ

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত ও বাংলাদেশে লোক যাতায়াত বৃদ্ধি পেয়েছে।এই সুযোগে স্থানীয় দালালদের সহযোগিতায় পাচার হয়ে যাচ্ছে নারীওশিশু-কিশোররা। অবৈধ অনুপ্রবেশের দায়ে সীমান্তরক্ষীদের হাতে দু’একজন ধরা পড়লেও সিংহ ভাগই পাচার হয়ে যাচ্ছে ভারতে। উপজেলার হিলি সীমান্তের চিত্রটা এমনি যে, হিলির বুক চিরে বয়ে যাওয়া রেল লাইনটাই ভাগ করে রেখেছে ভারত ও বাংলাদেশের সীমান্ত। দুই সীমান্তের হাট বাজারের নামও হিলি , যার মৌজা আর জেলার নাম একই। এলাকার ঘনবসতি এতটাই কাছাকাছি যে, এক লাফে রেল লাইনটা পার হলেই যাওয়া যায় ভারত। আর দাললের মাধ্যমে মানুষের মাঝে মিশে অনায়াসে চলে যাওয়া যায় ভারত অভ্যন্তরে। এসব সীমান্তে বসবাসকারীদের সাথে রয়েছে দালালদের সখ্যাতা। দেশের বিভিন্ন স্থান থেকে নারীÑশিশু-পুরুষ এনে সীমান্তের নিদিষ্ট দালালদের পছন্দমত বাড়িতে রাখা হয়। পরে সুযোগ বুঝে জনপ্রতি ২ থেকে ৩ হাজার টাকা নিয়ে বিজিবির কিছু অসাধু সদস্যকে ম্যানেজ করে পার করে দেয়া হয় সীমান্তের ওপারে। দালাল চক্রটি দেশের বিভিন্ন জেলার অভাবি অঞ্চলে গিয়ে বিভিন্ন বয়সী ছেলে মেয়ে ও কিশোরদের ভারতে ভালো কাজ দেবার কথা বলে হিলি সীমান্তে নিয়ে আসে এবং পাচার করে দেয় ভারতে। হিলি সীমান্তের চেকপোষ্ট, চুরিপট্রি রেলগেট, ষ্টেশন এলাকা, বালুরচর, ডাববাগান,এসব এলাকা দিয়ে এসব লোক পারাপার হয়ে থাকে । আর এসব অবৈধ পারাপারের অন্তরালে পাচার হয়ে যায় অনেক নারীও শিশু-কিশোররা। তেমনি দিল্লির ইট ভাটায় কাজ নিয়ে দেবে বলে ডেকে আনে দালাল চক্রের সদস্যরা, ভারতে পাচার করে দেওয়ার সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় বিজিবি সদস্যরা নুরুজ্জামান

খোকসায় স্যাটিটেশন মাস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

 মনিরুল ইসলাম : কুষ্টিয়ার খোকসায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৩ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান। উপজেলা নির্বাহী অফিসার আবু হেনা মোঃ মুস্তাফা কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার এ কে এম আসজাদ হোসেন, ব্র্যাক ওয়াশ কর্মসূচীর খোকসা শাখার ম্যানেজার শিউলী সুলতানাসহ উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ। সভায় বক্তাগণ স্যানিটেশন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করেন।

ইবিতে ঈদ ও পূজার ছুটি ৮ অক্টোবর হতে


ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজা ও ঈদ-উল-আযহার ছুটি ৮ অক্টোবর হতে শুরু হচ্ছে। আগামী ৮ অক্টোবর হতে ২৪ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ এবং ২৬ অক্টোবর পর্যন্ত ক্লাসসমূহ ছুটি থাকবে। ছুটি শেষে ২৬ অক্টোবর শনিবার হতে অফিসসমূহ এবং ২৭ অক্টোবর রবিবার হতে ক্লাসসমূহ যথারীতি চলবে। ছুটিকালীন সময়ে আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। ২৬ অক্টোবর সকাল ১০ টায় হলসমূহ খুলে দেয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি।

প্রধানমন্ত্রীর সফরে “সিকিউরিটি পাশ” কার্ডে দলীয়করণে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নিন্দা

কুষ্টিয়ায় আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফর কে কেন্দ্র করে কুষ্টিয়া সরকারী কলেজ মাঠের জনসভা ও ভেড়ামারায় বিদুৎ কেন্দ্র উদ্ধোধনের স্থানে সাংবাদিকদের জন্য “সিকিউরিটি পাশ” কার্ডের ক্ষেত্রে দলীয়করনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন।এক বিবৃতিতে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুকুল জেলার বিভিন্ন টেলিভিশন প্রতিনিধি, জাতীয় পত্রিকা এবং স্থানীয় দৈনিক ও সাপ্তাহিত পত্রিকার সাংবাদিকদের “সিকিউরিটি পাশ” না দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, প্রশাসন জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং বিারোধীদলের দলের মালিকানাধীন পত্রিকার সাংবাদিক দের “সিকিউরিটি পাশ” না দিয়ে আওয়ামী ঘরনার মালিকানাধীন প্রত্রিকা ও প্রশাসনের মদদপুষ্ট সাংবাদিকদের “সিকিউরিটি পাশ” দেওয়া হয়েছে ।

রবিবার, অক্টোবর ০৬, ২০১৩

ঝিনাইদহে বাস চাপায় স্কুল ছাত্রী নিহত

প্রতিবাদে ঝিনাইদহ-ঢাকা মহাসড়ক অবরোধ, বাসে আগুন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে বাস চাপায় পলি মন্ডল নামে (১৫) এক স্কুল ছাত্রী নিহত নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ২ জন। শনিবার সকালে শহরের পবহাটী সিটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ঝিনাইদহ-ঢাকা মহাসড়ক অবরোধ করে ও বাসে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। নিহত স্কুল ছাত্রী পলি ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামের সুকুমার মন্ডলের মেয়ে ও ফজের আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে পলি মন্ডল ও তার সহপাঠি প্রিয়া একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলে এসএসসির টেষ্ট পরীক্ষা দিতে ঝিনাইদহ ফজের আলী বালিকা বিদ্যালয়ে যাচ্ছিলো। তাদের বহনকারী

খোকসায় এসিডে ঝলসে যাওয়া কাকলির ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

মনিরুল ইসলাম মনি, খোকসা: কুষ্টিয়ার খোকসায় এসিডে ঝলসে যাওয়া কাকলী খাতুনের বসত ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার বড়ইচারা গ্রামের মৃত: আজমত শেখের ছেলে পানজু শেখ ও তার স্ত্রী কাকলী খাতুনের বসত ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। পানজুর আপন ভাই লালন বলেন, রাতে ঘরে আগুন ধরেছে টের পেয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে চিৎকার করে এলাকাবাসীর ডাকা ডাকি করি এবং এলাকাবাসী আসতে আসতে ঘরের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। তিনি আরো জানান নগদ টাকা, সোনাসহ প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কাকলী খাতুনের বাবার বাড়ী উপজেলার নিশ্চিন্তবাড়ীয়া গ্রামে। এলাকাবাসী জানায়, কাকলীর যারা এসিড মেরেছিলো তারাই এ কাজ করেছে। তারা প্রায়ই বিভিন্ন প্রকার হুমকি দিতো। উত্তর বড়ইচারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পানজুর চাচাত ভাই ইউনুস আলী বলেন, আমার মনে হয় ঘরের চারিদিকে প্যাট্রোল দিয়ার পর আগুন দিয়েছে যার কারনে দ্রুত ঘরটি পুড়ে যায়। এ ঘটনার সঙ্গে জড়িতদের কথা

খোকসায় বজ্রপাতে কৃষানীর মৃত্যু

খোকসা প্রতিনিধি : খোকসায় শনিবার দুপুরে বজ্রপাতে এক কৃষানীর মৃত্যু হয়েছে। অলৌকিক ভাবে সাথে থাকা শিশু পুত্রটি বেঁচে গেছে। পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার মালিগ্রামের কৃষানী চয়না খাতুন (৩০) শিশু পুত্র রাকিবকে সাথে নিয়ে প্রতিদিনের মত হাঁসের খাবার সংগ্রহ করতে মাঠে যায়। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। কৃষানীর উপর একটি বজ্র আছরে পরলে সে সজ্ঞা হারিয়ে ফেলে। সাথে থাকা শিশু রাকিবের চিৎকারে গ্রামবাসী এসে গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক কৃষানীকে মৃত বলে ঘোষনা করে। মৃত কৃষানীর স্বামীর নাম আব্দুল মাজেদ। সে ২ সন্তানের মা।