বুধবার, নভেম্বর ১৯, ২০১৪

বিপ্লব-পিনু-বাচ্চু-মজিবুল পরিষদ জয় লাভ করার সম্ভাবনা

কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠেছে

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া প্রেস ক্লাবের নির্বাচনী প্রচার-প্রচারণা জমে উঠেছে। আগামী ২২ নভেম্বর প্রেস ক্লাবের নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া প্রেস ক্লাবের নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীরা। এ নির্বাচন কেন্দ্রিক ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে সাংবাদিকদের মধ্যে। কুষ্টিয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০১৪ উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনে ভোটারদের বেশ কদর বেড়েছে। ভোটের জন্য প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। নির্বাচনে দুটি প্যানেল অংশ গ্রহণ করেছে। একদিকে বিপ্লব-পিনু-বাচ্চু-মজিবুল পরিষদ। অপরদিকে মাহবুব-সাগর পরিষদ তাদের প্যানেল জয়ের জন্য দিন-রাত প্রচার-প্রচারণায় ব্যস্ত। এ নির্বাচনের মাধ্যমে কুষ্টিয়া প্রেস ক্লাব দলমত নির্বিশেষে বলিষ্ঠ ও যোগ্য কমিটি উপহার দেবে। সাংবাদিক অঙ্গন ফের চাঞ্চল্য ও উৎসব মুখর হয়ে উঠবে। ক্ষমতার প্রভাব নয় সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কুষ্টিয়া প্রেস ক্লাবের নির্বাচন সাংবাদিকদের ঐক্য, পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা ও সকল সমস্যার সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে এ প্রত্যাশা কুষ্টিয়ার সুশীল সমাজের। প্রচার-প্রচারণার দিক থেকে বিপ্লব-পিনু-বাচ্চু-মজিবুল পরিষদ এগিয়ে রয়েছে। ডিজিটাল ব্যানার সাদা-কালো,রঙিন পোষ্টারে ছেয়ে গেছে কুষ্টিয়া শহর। বিপ্লব-পিনু-বাচ্চু-মজিবুল পরিষদ এ নির্বাচনে জয়লাভ করার সম্ভাবনায় বেশি।
সুত্রমতে, সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া। এ জেলা থেকে নিয়মিত দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকা প্রকাশিত হয় অর্ধশতাধিক। পত্রিকার সম্পাদনা, প্রকাশনা ও কুষ্টিয়ায় সাংবাদিকতার পথ বেয়ে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কুষ্টিয়া প্রেস ক্লাব সব সময়ই জম-জমাট হয়ে ওঠে। কিন্তু কিছ
ু কারণে প্রেস ক্লাবে সাংবাদিকদের মতানৈক্য দেখা দেয়। এতে সাংবাদিকদের ভাটা পড়ে প্রেস ক্লাবে পদচারণার। এ নিয়ে সাংবাদিকদের মাঝে চাপা ক্ষোভ চলে আসছিলো। সমস্যা সমাধানে নেতৃবৃন্দ উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়। অবশেষে কুষ্টিয়ার সুযোগ্য জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন সকলকে এক কাতারে করার উদ্যোগ গ্রহণ করেন। কুষ্টিয়ায় প্রকৃত সাংবাদিকদের যাচাই বাছাই করার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেন। কুষ্টিয়া থেকে প্রকাশিত পত্রিকাগুলো

দৈনিক আমাদের অর্থনীতির প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : স্বাধীন সংবাদপত্র প্রতিষ্ঠার লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। সবাই মিলিতভাবে কাজ করলে সচ্ছলতা, সফলতা, গৌরব ও মর্যাদা অবশ্যই আসবে। কোনো মানুষ এককভাবে শক্তিশালী নয়, আমরা সকলে মিলে আমাদের অর্থনীতি ও আমাদের সময় ডট কমকে আরো শক্তিশালী করব বলে জানিয়েছেন আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান। শনিবার ঢাকাস্থ হামদর্দের কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে আমাদের অর্থনীতির প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে প্রতিনিধি সম্মেলনে তিনি একথা বলেন। এসময় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, হামদর্দের পরিচালক বিপণন ডা. হাকিম রফিকুল ইসলাম, পরিচালক তথ্য ও জনসংযোগ মনসুর-উল-হক, আমাদের অর্থনীতির বার্তা সম্পাদক রিমন মাহফুজ, আমাদের অর্থনীতির ব্যবস্থাপনা পরিচালক দিলীপ সরকার। ডেপুটি ম্যানেজিং এডিটর কুবায়েত, আমাদের সময় ডট কমের নির্বাহী সম্পাদক রাশিদ রিয়াজ, আমাদের অর্থনীতির সহ- ব্যবস্থাপনা সম্পাদক আরিফুর রহমান, অর্থনীতির মফস্বল সহকারী সম্পাদক শামিউল আজম তারেক, সহকারী আঞ্চলিক ব্যবস্থাপনা সম্পাদক সোহানুর রহমান, আমাদের সময় ডট কমের মফস্বল প্রধান মুরাদ হোসাইন এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে

ফেনসিডিল বহনকালে এক ডাক্তারসহ আটক-৩

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ফেনসিডিল বহনকালে এক ডাক্তারসহ ৩ জন কে আটক করেছে র‌্যাব। এসময় উদ্ধার করা হয়েছে ৭৯ বোতল ফেনসিডিলসহ প্রাইভেট কার। সোমবার গভীর রাতে উপজেলার হোসেনাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়। দৌলতপুর থানার ওসি এনামুল হক জানান, র‌্যাব-১২ হোনোবাদ ক্যাম্পের সদস্যরা মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে হোসেনাবাদ বাজারে চলন্ত একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-১৫-৫৩২৬) থামিয়ে অভিযান চালায়। এসময় প্রইভেট কারে থাকা ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি) ডাক্তার আহনাফ করিম আসিব (৩২) ও তার দুই সহযোগী শরিফ মোঃ লোকমান (৩৩) এবং মুন্নাফ (২৫) কে আটক করে। পরে প্রাইভেট কার থেকে উদ্ধার করা হয় ৭৯ বোতল ফেনসিডিল। মাদক

ইবি ভর্তি পরীক্ষা ২৩ নভেম্বর হতে শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ৫টি অনুষদের ৮টি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ নভেম্বর হতে শুরু হচ্ছে। ২৩ নভেম্বর হতে ২৭ নভেম্বর পর্যন্ত প্রতিদিনি সকাল সাড়ে ৯টা হতে সাড়ে ১০টা পর্যন্ত প্রথম শিফ্ট, বেলা সাড়ে ১১টা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দ্বিতীয় শিফ্ট, দুপুর ২টা হতে বিকেল ৩টা পর্যন্ত তৃতীয় শিফ্ট এবং বিকেল ৪টা হতে বিকেল ৫ টা পর্যন্ত চতুর্থ শিফ্ট-এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর এ ইউনিটে-৪৪৫৪, বি ইউনিটে-২১০৯৫, সি ইউনিটে-১৫৫৭৬, ডি ইউনিটে-১০৬৪৭, ই ইউনিটে-১০২৪৬, এফ ইউনিটে-২৫৪৯, জি ইউনিটে-১৪১২৪ এবং এইচ ইউনিটে-৮৬২৫ জন সর্বমোট ৮৭,৩১৬ জন পরীক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে (প্রতি পরীক্ষায়) ডাউনলোডকৃত দুই কপি প্রবেশ পত্র (ফটোকপি), সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্রের মুল কপি ( ফেরত যোগ্য) অবশ্যই সাথে আনতে হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িরঁ.ধপ.নফ-এ আসন বিন্যাসসহ পরীক্ষা

জেলা পর্যায়ে বিশেষ অবদানের জন্য আরটিভি’র সম্মাননা পেলেন কুষ্টিয়ার শেখ হাসান বেলাল

জেলা পর্যায়ে বিশেষ অবদানের জন্য আরটিভি’র সম্মাননা পেলেন কুষ্টিয়াস্থ্য স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল। এছাড়াও আরো তিনজনকে এই সম্মাননা দেওয়া হয়েছে। আরটিভি’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত দুই দিন ব্যাপী প্রতিনিধি সম্মেলন’র শেষ দিন গত সোমবার দুপুর দুই টার দিকে জেলা প্রতিনিধি ও রিপোর্টারদের মধ্যে থেকে নির্বাচিত চারজন সেরা সাংবাদিককে এ সম্মাননা দেওয়া হয়। প্রথমেই আরটিভি’র কুষ্টিয়াস্থ্য স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল’র হাতে এ সম্মননা পদক তুলে দেন টেলিভিশনটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। এরপর একে একে নারায়নগঞ্জ প্রতিনিধি শফিকুল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি মাজেদুল হক মানিক ও ঝিনাইদহ প্রতিনিধি কামরুজ্জামান শিপলু জামানকেও সম্মাননা পদক দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন আরটিভি’র মানবসম্পদ ও প্রশাসন বিভাগের মহা ব্যবস্থাপক হাবিবুর রহমান ভূইয়া, প্রধান বার্তা সম্পাদক লুৎফর রহমান, উপ-প্রধান বার্তা সম্পাদক রাজীব খান, বার্তা সম্পাদক আনোয়ার হোসেন, আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি শরীফ উদ্দিন লিমন, সহকারী বার্তা সম্পাদক রেবেকা সুলতানা, ন্যাশনাল ডেস্ক’র ইনচার্জ উজ্জ্বল ইসলাম। এছাড়াও সংবাদসহ বিভিন্ন বিভাগের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মিরপুরে ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষকের কারাদন্ড

মিরপুর প্রতিনিধি : মিরপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত শিক্ষকের কারাদন্ড প্রদান করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজাম মুনিরার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বারুইপাড়া ইউনিয়ননের পূর্ব চুনিয়াপাড়া (নব্যজাতীয়করণ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে ৫ম শ্রেনীর ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সহকারী শিক্ষক আব্দুল হালিম ওরফে সেলিমকে (৪৪) আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজাম মুনিরা ১৮৬০ সালের দন্ডবিধির ৫০৯ ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময়ে মিরপুর

ইবিতে ১৯ নভেম্বর থেকে ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষনা

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ১৯ নভেম্বর হতে ২৭ নভেম্বর পর্যন্ত সকল বিভাগের ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষনা করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। বিশ্ববিদ্যালয় তথ্য ও জনসংযোগ অফিসের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। প্রেস বার্তায় আরো উল্লেখ করা হয়- আসন্ন ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এই ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ইতোমধ্যেই যে সকল বিভাগে