বুধবার, নভেম্বর ১৯, ২০১৪

ফেনসিডিল বহনকালে এক ডাক্তারসহ আটক-৩

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ফেনসিডিল বহনকালে এক ডাক্তারসহ ৩ জন কে আটক করেছে র‌্যাব। এসময় উদ্ধার করা হয়েছে ৭৯ বোতল ফেনসিডিলসহ প্রাইভেট কার। সোমবার গভীর রাতে উপজেলার হোসেনাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়। দৌলতপুর থানার ওসি এনামুল হক জানান, র‌্যাব-১২ হোনোবাদ ক্যাম্পের সদস্যরা মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে হোসেনাবাদ বাজারে চলন্ত একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-১৫-৫৩২৬) থামিয়ে অভিযান চালায়। এসময় প্রইভেট কারে থাকা ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি) ডাক্তার আহনাফ করিম আসিব (৩২) ও তার দুই সহযোগী শরিফ মোঃ লোকমান (৩৩) এবং মুন্নাফ (২৫) কে আটক করে। পরে প্রাইভেট কার থেকে উদ্ধার করা হয় ৭৯ বোতল ফেনসিডিল। মাদক
বহনকারীরা ফেনসিডিল নিয়ে ঢাকায় যাচ্ছিলেন তারা ঢাকার উত্তরায় থাকেন বলে জানাগেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ফেনসিডিলসহ আটক ৩ জনকে দৌলতপুর থানায় সোপর্দ করেছে র‌্যাব। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন