বুধবার, নভেম্বর ১৯, ২০১৪

ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদভূক্ত বাংলা বিভাগের আয়োজনে “আবদুল গাফ্ফার চৌধুরীর কথা সাহিত্য: দেশকাল ও জীবন চেতনা” শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় অনুষদ ভবনের ১০৩ নং কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলা বিভাগের সভাপতি প্রফসর ড. রহমান হাবিবের সভাপতিত্বে ও বিভাগীয় সহকারী অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুলের সঞ্চালনায় সেমিনারে অলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, গাজী মোঃ মাহবুব মুর্শিদ এবং গবেষণা তত্ত্বাবধায়ক প্রফেসর ড. মোঃ সরওয়ার মোর্শেদ। সেমিনারে পিএইচডি গবেষক তপন কুমার গাঙ্গুলী “আবদুল গাফ্ফার চৌধুরীর উপন্যাসে দেশকালের প্রতিভাষ” ও “আবদুল গাফ্ফার চৌধুরীর ছোটগল্পে জীবন চেতনা” বিষয়ক দুটি প্রবন্ধ উপস্থাপনা করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ার হোসেন, ড. রবিউল হোসেন, মোঃ রশিদুজ্জামান, ইয়াসমিন আরা সাথী, তপন কুমার রায় ও তিয়াশা চাকমাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন