বুধবার, নভেম্বর ১৯, ২০১৪

ইবি ভর্তি পরীক্ষা ২৩ নভেম্বর হতে শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ৫টি অনুষদের ৮টি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ নভেম্বর হতে শুরু হচ্ছে। ২৩ নভেম্বর হতে ২৭ নভেম্বর পর্যন্ত প্রতিদিনি সকাল সাড়ে ৯টা হতে সাড়ে ১০টা পর্যন্ত প্রথম শিফ্ট, বেলা সাড়ে ১১টা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দ্বিতীয় শিফ্ট, দুপুর ২টা হতে বিকেল ৩টা পর্যন্ত তৃতীয় শিফ্ট এবং বিকেল ৪টা হতে বিকেল ৫ টা পর্যন্ত চতুর্থ শিফ্ট-এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর এ ইউনিটে-৪৪৫৪, বি ইউনিটে-২১০৯৫, সি ইউনিটে-১৫৫৭৬, ডি ইউনিটে-১০৬৪৭, ই ইউনিটে-১০২৪৬, এফ ইউনিটে-২৫৪৯, জি ইউনিটে-১৪১২৪ এবং এইচ ইউনিটে-৮৬২৫ জন সর্বমোট ৮৭,৩১৬ জন পরীক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে (প্রতি পরীক্ষায়) ডাউনলোডকৃত দুই কপি প্রবেশ পত্র (ফটোকপি), সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্রের মুল কপি ( ফেরত যোগ্য) অবশ্যই সাথে আনতে হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িরঁ.ধপ.নফ-এ আসন বিন্যাসসহ পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে। পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল, হেড ফোনসহ সকল প্রকার ইলেকট্রনিক্স যন্ত্র বহন ও ব্যবহার সম্পূর্ণরুপে নিষিদ্ধ থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন