বুধবার, নভেম্বর ১৯, ২০১৪

বালিয়াকান্দিতে যক্ষ্মারোগ প্রতিরোধে কলেজ শিক্ষকদের সাথে নাটাবের মতবিনিময় সভা

রাজবাড়ী প্রতিনিধি : যক্ষ্মারোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে “ যতদিন বাঁচবো, যক্ষ্মাকে রুখবো” এ প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কলেজ শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি ( নাটাব) রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ আলী হোসেন পনির সভাপতিত্বে সাধারন সম্পাদক মোঃ আব্দুস সামাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন, মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রহমান সেলিম, সোনাপুর মীর মশাররফ হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন খান, নাটাব ঢাকার ফিল্ড অফিসার বিধান কুমার দত্ত। মতবিনিময় সভায় ২৫জন কলেজ শিক্ষক অংশ গ্রহন করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন