বুধবার, নভেম্বর ১৯, ২০১৪

জেলা পর্যায়ে বিশেষ অবদানের জন্য আরটিভি’র সম্মাননা পেলেন কুষ্টিয়ার শেখ হাসান বেলাল

জেলা পর্যায়ে বিশেষ অবদানের জন্য আরটিভি’র সম্মাননা পেলেন কুষ্টিয়াস্থ্য স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল। এছাড়াও আরো তিনজনকে এই সম্মাননা দেওয়া হয়েছে। আরটিভি’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত দুই দিন ব্যাপী প্রতিনিধি সম্মেলন’র শেষ দিন গত সোমবার দুপুর দুই টার দিকে জেলা প্রতিনিধি ও রিপোর্টারদের মধ্যে থেকে নির্বাচিত চারজন সেরা সাংবাদিককে এ সম্মাননা দেওয়া হয়। প্রথমেই আরটিভি’র কুষ্টিয়াস্থ্য স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল’র হাতে এ সম্মননা পদক তুলে দেন টেলিভিশনটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। এরপর একে একে নারায়নগঞ্জ প্রতিনিধি শফিকুল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি মাজেদুল হক মানিক ও ঝিনাইদহ প্রতিনিধি কামরুজ্জামান শিপলু জামানকেও সম্মাননা পদক দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন আরটিভি’র মানবসম্পদ ও প্রশাসন বিভাগের মহা ব্যবস্থাপক হাবিবুর রহমান ভূইয়া, প্রধান বার্তা সম্পাদক লুৎফর রহমান, উপ-প্রধান বার্তা সম্পাদক রাজীব খান, বার্তা সম্পাদক আনোয়ার হোসেন, আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি শরীফ উদ্দিন লিমন, সহকারী বার্তা সম্পাদক রেবেকা সুলতানা, ন্যাশনাল ডেস্ক’র ইনচার্জ উজ্জ্বল ইসলাম। এছাড়াও সংবাদসহ বিভিন্ন বিভাগের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগের দিন সারাদিন ধরে সাংবাদিকদের সংবাদ সংগ্রহ,
লিখনী, ফুটেজ ধারণ ও পাঠানো সম্পর্কে হাতে কলমে ধারণা দেওয়া হয়। পরবর্তী সাত ও আট ডিসেম্বর তারিখে দ্বিতীয় দফার প্রতিনিধি সম্মেলন থেকে আরো ছয় জনকে এই সম্মাননা পদক দেওয়া হবে বলে জানিয়েছেন আরটিভি কর্তৃপক্ষ। প্রসঙ্গত, সকল এ্যাসাইনমেন্ট কাভার করা ছাড়াও, বছরজুড়ে বিভিন্ন প্যাকেজ রিপোর্ট, চলমান ঘটনার বস্তুনিষ্ঠ সংবাদ দেওয়া ও বিভিন্ন ধরনের সমস্যা সম্ভাবনা নিয়ে ধারাবাহিক রিপোর্ট তৈরীর কারনে নির্বাচিত সেরা এই সাংবাদিকদের সম্মাননা পদক দিচ্ছে আরটিভি। কুষ্টিয়াস্থ্য স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল এই এওয়ার্ড পেয়ে আরটিভি পরিবারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং পেশাদারিত্বের উৎকর্ষ বৃদ্ধিতে সকলের কাছে দোওয়া কামনা করেছেন। উল্লেখ্য, শেখ হাসান বেলাল গত প্রায় সাত বছর ধরে আরটিভিতে নিজ জেলা কুষ্টিয়ার প্রতিনিধিত্ব করে আসছেন। তার কাজে সন্তুষ্টি হয়ে গত ২০১১ সালের পহেলা জুলাই আরটিভি কর্তৃপক্ষ শেখ হাসান বেলালকে প্রমোশন দিয়ে স্টাফ রিপোর্টার’র মর্যাদা দেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন