বুধবার, নভেম্বর ১৯, ২০১৪

কুষ্টিয়ায় ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : আলোর পথ দেখাতে নারীদের আরো শিক্ষিত হতে হবে বলে জানিয়েছেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন। তিনি বলেন, সমাজ গড়তে পুরুষের পাশাপাশি নারীদের গুরুত্ব অপরিসীম। নারীর অংশ গ্রহণ সর্বক্ষেত্রেই রয়েছে তাই আলোর পথ দেখাতে নারীদের আরো শিক্ষিত হতে হবে। তিনি মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলা হলরুমে ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন, অপরাজিতা নারীর রাজনৈতিক প্রকল্পের নির্দিষ্ট লক্ষ অর্জনে কাজ করে যাচ্ছে। স্থানীয় সরকার শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারের সাথে সম্পৃক্ত সকল দপ্তরের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা, আন্তরিকতা,দক্ষতা, নারী-পুরুষের সমতা এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানের কোন বিকল্প নেই। আর এসবের জন্য নির্বাচিত জনপ্রতিনিধি, সেবাদানকারী প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষের ঐকন্তিক প্রচেষ্টা ও সহযোগিতা প্রয়োজন। খান ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন খান ফাউন্ডেশনের ফোরাম সদস্য ও জিয়ারখী ইউপি সদস্য সালমা আক্তার। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বিশ্বাস, উজানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরব আলী, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুল ইসলাম, বাংলাদেশ পৌর সমিতির ক্রীড়া সম্পাদক ও কাউন্সিলর রীনা নাসরিন, খান ফাউন্ডেশনের রিচার্স এ্যাসিষ্টেন্ট আবু নাসের, প্রোগ্রাম অফিসার সায়েদুল ইসলাম, অনিমেষ পাল ও ইমা ইসলামসহ বিভিন্ন নারী নেত্রী ও সংরক্ষিত আসনের সদস্যরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন খান ফাউন্ডেশনের ফিল্ড সমন্বয়কারী মনজিলা পারভীন।

1 টি মন্তব্য:

  1. নি:সন্দে ভাল সংবাদ, যা খান ফাউন্ডেশনের আগামী কর্মসূচীগুলো সম্পাদনে সহায়ক হবে।

    উত্তরমুছুন