বুধবার, নভেম্বর ১৯, ২০১৪

পুত্রের জমি লিখে নেওয়ার জন্য পিতার পায়তারা সাব রেজিষ্ট্রার অফিসে লিখিত অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামে পুত্রের জমি জালিয়াতির মাধ্যমে লিখে নেওয়ার পায়তারা অভিযোগে উঠেছে পিতার বিরুদ্ধে।  জানাগেছে, উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামের নারদ সরকার তার পুত্র নয়ন সরকারের তফসীল ভূক্ত সম্পত্তি পারিবারিক বিরোধের কারনে জাল জালিয়াতির মাধ্যমে জমি রেজিষ্ট্রি করে নেওয়ার পায়তারা চালাচ্ছে। এ ব্যাপারে নয়ন সরকার বালিয়াকান্দি সাব রেজিষ্ট্রি অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগে প্রকাশ, পারিবারিক কলহের জের ধরে নয়নের সাথে তার পিতার বিরোধ চলে আসছিল। নয়নের নামীয় রায়পুর ৫২ নং মৌজার ৮৮০ নং দাগে ১১শতাংশ জমি, দলিল নং ১৩৭৪। উক্ত জমির উপর নজর পরে তার পিতা নারদ সরকারের। গত ৩০ অক্টোবর সকালে নয়ন সরকারের দলিলটি হারিয়ে যায়। ওই রাতেই নারদের ভাড়াটিয়া অজ্ঞাতনামা ৪/৫ দুবৃত্ত নয়নকে অজ্ঞাত স্থানে নিয়ে জোড় পূর্বক ৪টি সাদা স্ট্যাম্পে সহি করে নেয়। নয়ন ওই রাতে থানা পুলিশকে অবগত করে। এব্যাপারে নয়নের অনুপস্থিতে যাতে জালিয়াতির মাধ্যমে জমিটি রেজিষ্ট্রি না হয় সে জন্যে গত ১৫ নভেম্বর বালিয়াকান্দি সাব রেজিষ্ট্রি অফিসারের নিকট অভিযোগ দায়ের করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন