বৃহস্পতিবার, জানুয়ারী ৩১, ২০১৩

ভেড়ামারায় নির্মানাধীন বিদ্যুৎ উপ-কেন্দ্র পরিদর্শন

মনির উদ্দিন মনির : ভারত ও বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল গতকাল বুধবার বিকালে ভেড়ামারায় নির্মানাধীন বিদ্যুৎ উপ-কেন্দ্র পরিদর্শন করেছেন।  জানা যায়, ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ সারণ, ভারতের বিদ্যুৎ সচিব টি ওমা শংকর, বাংলাদেশের পক্ষে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, জ্বালানী উপদেষ্টা তৌফিক এলাহী, বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম, পিডিবি চেয়ারম্যান ওহাব খান, বাংলাদেশ ডিজেল প্লান্টের এমডি বিগ্রেডিয়ার জেনারেল শফি, কুষ্টিয়া
জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন প্রমুখ। প্রতিনিধি দলটি ভারত থেকে বিদ্যুৎ আমদানীর লক্ষ্যে ভেড়ামারায় ৫০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নির্মানাধীন বিদ্যুৎ উপ-কেন্দ্রের নির্মাণ কাজের অগ্রগতি ঘুরে দেখেন।  এ বিষয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিবুল ইসলাম বলেন, দু’ দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি বিদ্যুৎ উপ-কেন্দ্রের নির্মাণ কাজের অগ্রগতি ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। জুনের মধ্যে নির্মাণ কাজ শেষ এবং জুলায়ের মধ্যেই ভারত থেকে বিদুৎ আমদানী করা যাবে বলে প্রতিনিধি দলটি আশাবাদ ব্যক্ত করেছেন বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন