বৃহস্পতিবার, জানুয়ারী ৩১, ২০১৩

ইবি ছাত্রদল সভাপতিসহ ১০ নেতাকর্মী জামিনে মুক্ত

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ওমর ফারুকসহ ছাত্রলীগের সাথে ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় গ্রেফতারকৃত ১০ নেতাকর্মী কুষ্টিয়া কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার কুষ্টিয়া জেলা জর্জ কোর্টের দায়রা আদালতের বিচারক শফিউর রহমান গ্রেফতারকৃত ১০ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেন। জামিনের যাবতীয় প্রক্রিয়া শেষে বুধবার সকালে ১০ ছাত্রদল নেতা-কর্মী কুষ্টিয়া জেলা কারাগার থেকে মুক্তি পান। আসামী পক্ষে এ্যাডভোকেট আমিরুল ইসলাম, এ্যাড. আব্দুল মাজিদ, এ্যাড. নুরুল ইসলাম জামিন আবেদন করেন। মুক্তিপ্রাপ্ত ছাত্রদল নেতাকর্মীরা বেলা ১১টায় ক্যাম্পাসে পৌঁছালে তাদেরকে ফুলেল সংবর্ধনা প্রধান করা হয়। উল্লেখ্য, শিক্ষকদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে গত ১৭ জানুয়ারী
ছাত্রদল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করলে ছাত্রলীগ ছাত্রদলের নেতাকর্মীদের উপর সশস্ত্র হামলা চালায়। ছাত্রদল প্রতিরোধ গড়ে তুললে উভয় পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ইবি ছাত্রদলের সভাপতি ওমর ফারুক, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রিপন, সহ-ক্রিড়া সম্পাদক আরিফুল ইসলামসহ ১০ নেতাকর্মীকে আটক করে। আটককৃতদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগের দায়েরকৃত দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে কুষ্টিয়া কারাগারে প্রেরণ করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন