বৃহস্পতিবার, জানুয়ারী ৩১, ২০১৩

ভেড়ামারায় এ্যাভাব এইটটিন জেনারেশন’র গরীব ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরন

মনির উদ্দিন মনির : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিবুল ইসলাম বলেছেন, মাদক’র করাল গ্রাসে যুব সমাজ সেখানে ধ্বংস হয়ে হারিয়ে যাচ্ছে সেখানে বিপদগামী যুব সমাজের কাছে অনুকরনীয় দৃষ্টান্ত হয়ে দেখা দিয়েছে এ্যাভাব এইটটিন জেনারেশন নামের সংগঠনটি। সমাজ সচেতন মুলক এ সংগঠন টি এলাকার গরীব দুখী মানুষের কল্যানে কাজ করছে। তিনি বলেন, সংগঠনটি ভেড়ামারা উপজেলার বেকার, হতাশাগ্রস্ত ও মাদকাসক্ত যুবকদের উন্নয়নে কাজ করবে। মোহাম্মদ রাজিবুল ইসলাম মঙ্গলবার বিকেলে উপজেলার গোলাপনগর রামকৃঞ্চপুর এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন এ্যাভাব এইটটিন জেনারেশন’র উদ্দ্যেগে আয়োজিত গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রাধন অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শীত
বস্ত্র বিতরন করেন ভেড়ামারা বিজেএম কলেজের অধ্যক্ষ মোঃ আসলাম উদ্দীন, দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভগবান চন্দ্র সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন, গোলাপনগর রামকৃঞ্চপুর এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন এ্যাভাব এইটটিন জেনারেশন’র সভাাপতি কৌশিকুর রহমান অনিক, সাধারন সম্পাদক আঃ শুকুর,জাহিদ, তানভীর, রুবেল, রনি, বিপ্লব, রাসেল মোল্লা, বায়েজিদ জামান, মহন, রিপন, মিন্টু, রাসেল মুন্সী প্রমুখ। অনুষ্টানে হতদরিদ্র দুস্থ ও গরীব মানুষের মাঝে প্রায় ২’শ টি কম্বল ও চাদর বিতরন করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন