বৃহস্পতিবার, জানুয়ারী ৩১, ২০১৩

পানির পাইপ লাইনের কাজ উদ্বোধন করলেন আনোয়ার আলী

হাওয়া ডেস্ক : কুষ্টিয়া পৌরসভার সম্প্রসারিত এলাকায় ড্রেন নির্মাণ ও শহরের কোর্টপাড়ার এম. ইউ. ভূইয়া সড়কের পানির পাইপ লাইন স্থাপন কাজ উদ্বোধন করা হয়েছে। গত বুধবার সকালে কুষ্টিয়া পৌরসভায় বাস্তবায়নাধীন ৩৭ জেলা শহর পানি সরবরাহ প্রকল্পের আওতায় প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে পানির পাইপ লাইন স্থাপনের কাজ ও কুষ্টিয়া পৌরসভার সম্প্রসারিত এলাকার জুগিয়া পালপাড়া বাজার থেকে নদীর পাড় পর্যন্ত গুরুত্বপূর্ণ শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৪ লাখ টাকা ব্যয়ে ড্রেণ নির্মান কাজের মাটি কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী। উদ্বোধন কালে তিনি বলেন, এম. ইউ. ভূইয়া ও এর পার্শ্ববতী এলাকার মানুষ পানি পেতে কিছুটা অসুবিধা হচ্ছে। এই পাইপ লাইন স্থাপনের কাজটি সম্পন্ন হলে মানুষের আর
পানির সমস্যা থাকবে না। মেয়র বলেন, বারখাদা ইউনিয়ন অবহেলিত এলাকা। এখানে অনেক কাজ করার আছে। সামান্য বৃষ্টি হলে এলাকার মানুষ স্বাভাবিক কাজকর্ম করতে পারে না। শিক্ষার্থীদের স্কুলে যেতে সমস্যা হয়। এই ড্রেন নির্মান হলে জলবদ্ধতা দুর হবে। এই এলাকাতে কাজ শুরু করেছি। এলাকাবাসীর সহযোগীতা পেলে সকল উন্নয়নমূলক কাজ করতে পারবো। মেয়র এ উন্নয়ন কাজে এলাকাবাসির সহযোগীতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর খান. এ. করিম অকুল, জুগিয়ার মেম্বর মতিয়ার রহমান, শহিদা বেগম, সাবেক মেম্বর আজমল হক, সমাজ সেবক মীর রেজাউল করিম, আসাদুর রহমান, অনন্ত কুমার দাস, ডাঃ আবুল বাশার হিমেল, রবিউল ইসলাম রিন্টু, আঃ সদ্দার, সিরাজুল ইসলাম, খয়ের উদ্দিন, রবিউল ইসলাম, আব্দুল লতিফ, রইচ উদ্দিন, আনারুল করিম, ফরিদ, চাষী আলাউদ্দিন, হবিবর রহমান, কুষ্টিয়া সদরের জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুন্সী হাচানুজ্জামান, কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী (পূর্ত) ওয়াহিদুর রহমান, সহকারী প্রকৌশলী (পানি) মনিরুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী এম. এম রুহুর আমিন, কুষ্টিয়া সদরের জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী শ্যামল কুমার সিকদার, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স চুন্নু এন্টার প্রাইজ এর হাসান রেজা খান বাবু ও মেসার্স মোনালিসা এন্টার প্রাইজ এর স্বত্বাধিকারী এহসানুল হক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পানির পাইপ লাইনের কাজ কুষ্টিয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও কুষ্টিয়া পৌরসভার যৌথ তদারকীতে কাজটি বাস্তবায়ন হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন