বুধবার, ফেব্রুয়ারী ১৩, ২০১৩

চৌড়হাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

হাওয়া ডেস্ক : চৌড়হাস মুকুল সংঘ প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা-১৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে স্কুল প্রাঙ্গনে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার জননন্দিত মেয়র আনোয়ার আলী। চৌড়হাস মুকুল সংঘ প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলতাব মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর সাইফ-উল হক মুরাদ, সমাজ সেবক সামসে বাজেগা, মনোয়ার হোসেন, মিজানুর রহমান, সাহেব আলী, প্রধান শিক্ষক শেফালী রানী সরকার, তুহিনা পারভীন, মারফুন ইসলাম, শিউলী রাণী মন্ডল, আব্দুল খালেক, মিন্টু আলী ও ইন্দ্রজীত পাল। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মেয়র আনোয়ার আলী তার বক্তব্যে বলেন খেলাপড়ার পাশাপাশি শরীর চর্চার জন্য খেলাধূলার কোন বিকল্প নেই। নিয়মিত খেলাধূলা করলে শরীর ও মন ভাল থাকে। ভাল ছাত্র-ছাত্রী হতে হলে তার শরীর সুস্থ থাকা দরকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিদ চন্দ্র গোবিন্দ। অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র রকুনুজ্জামান ও গীতা পাঠ করেন স্কুলের প্রধান শিক্ষিকা শেফালী রানী সরকার। সংবাদ বিজ্ঞপ্তি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন