বুধবার, ফেব্রুয়ারী ১৩, ২০১৩

কুষ্টিয়া ভেড়ামারা’র সাতবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জের

গভীর রাতে দুটি বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে প্রতিপক্ষ

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়া ভেড়ামারার সাতবাড়িয়া দক্ষিণ ভবানীপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের দূর্বৃত্তরা ঐ গ্রামের খোসবার আলী ও তার ছেলে আনারুলের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মহিলাসহ চারজন আহত হয়েছে বলে দাবী করা হয়েছে। হামলার শিকার পরিবারের পক্ষথেকে জানানো হয়েছে, সোমবার রাত ১২টার
দিকে ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের জনৈক বকুল’র নেতৃত্বে ১৫/২০ জন দূর্বৃত্ত একই গ্রামের খোসবার আলী ও তার ছেলে আনারুলের পৃথক বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় বাধাদিলে দূর্বৃত্তরা গৃহকর্তা খোসবার, তার পুত্রবধুত্রয় শ্যামলী, তাসলিমা ও শাপলাকে মারধর করে বলে জানায় তারা। রাতেই খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের বাড়িতে হানা দেয়। তবে এই সময় কেউ বাড়িতে না থাকায় তাদের আটক করতে পারেনি পুলিশ। এব্যাপারে ধরমপুর ইউপি চেয়ারম্যান শাহাবুল আলম লালু জানান, হামলার পর পরই তিনি খবর পেয়েছেন। হামলাকারী ও হামলার শিকার উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে এ ঘটনা ঘটেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন