বুধবার, ফেব্রুয়ারী ১৩, ২০১৩

ভেড়ামারা উপজেলা ১৪ দলীয় জোটের বিক্ষোভ মিছিল
মনির উদ্দিন মনির :
আর কোন দাবী নয়, সব যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’ এই শ্লোগান নিয়ে ঢাকার শাহবাগের আন্দোলনের সাথে একাতœাতা প্রকাশ করে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ১৪ দলীয় জোট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে ভেড়ামারা শহরে মিছিল শেষে তারা বাসষ্টান্ডে সমাবেশ করে। সমাবেশে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লা সহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি দাবী করে বক্তব্য রাখেন। পূর্ব নির্ধারিত বিক্ষোভ মিছিল সফল করার লক্ষে দুপুর থেকেই ১৪ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে স্থানীয় বাসষ্টান্ড শাপলা চত্বরে। পরে বিক্ষোভ মিছিল টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্থানীয় বাসষ্টান্ড শাপলা চত্বরে এসে মিলিত হয়। সেখানে ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাহিরচর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দীকের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জাসদ’র সাধারন সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং ভেড়ামারা পৌরসভার মেয়র শামীমুল ইসলাম ছানা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক শফিউল ইসলাম কুব্বাত, যুগ্ন সাধারন সম্পাদক ও ভেড়ামারা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা, জাসদ কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা এমদাদুল ইসলাম আতা, সাম্যবাদী দলের কুষ্টিয়া জেলা সম্পাদক কমরেড আনোয়ার হোসেন বাবলু, কুষ্টিয়া জেলা জাসদ’র সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায় প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, রেল বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক আবু দাউদ, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি গোলাম ফারুক মাষ্টার, সাধারন সম্পাদক এসএম আনছার আলী, সাবেক সভাপতি নবীর উদ্দীন নবীর, সাবেক সাধারন সম্পাদক বুলবুল কবীর, ধরমপুর ইউপি চেয়ারম্যান শাহাবুল আলম লালু, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান সোহেল রানা পবন, জুনিয়াদহ ইউপি চেয়ারম্যান শওকত আলী, মোকারিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান বেনজির আহম্মেদ বেনু প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন