বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৪, ২০১৩

কুষ্টিয়া শহর রক্ষা বেড়িবাঁধ দখলদারের কবলে

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়া শহর রক্ষা বেড়িবাঁধ অবৈধ দখলদারের কবলে পড়েছে। জানাগেছে, এক সময় কুষ্টিয়া শহর ভাঙনের মুখে পড়ে। তখন পানি উন্নয়ন বোর্ডের আওতায় নির্মাণ করা হয় শহর রক্ষা বেড়িবাঁধ। শহর বড় হলে চরের জায়গা বৃদ্ধি পায়। চর দখল করে অবৈধ দখলদাররা। এক শ্রেণীর প্রভাবশালী সন্ত্রাসীরা মোটা অংকের টাকা খেয়ে নিরিহদের কাছে বিক্রি করেন। বিক্রি করতে করতে এখন চরের জায়গা শেষ। তাতেও ক্ষামত্ম হয়নি অবৈধ দখলদাররা। এবার বাঁধের উপরই নির্মাণ করে চলেছেন বিভিন্ন ঘর। কোথাও আবার সমিতির নামে দখল করা হয়েছে। শহরের আমলাপাড়া এলাকায় একতা সমিতি নামে একটি ঘর নির্মাণ করা হয়েছে। জানাগেছে এক শ্রেণীর এভাবশালী মহল এটি নির্মাণ করেছেন। পাশে বিক্রি করা হচ্ছে ইট, বালি, বাঁশসহ বিভিন্ন সামগ্রী। এমন করে থানা পাড়া থেকে শুরু করে মহাশশ্মান পর্যমত্ম দখল করা হয়েছে বেঁড়িবাঁধটি। আর এসব থেকে বেড়িবাঁধকে রক্ষা করতে না পারলে হুমকির মুখে পড়তে পারে বাঁধটি। সরকারের সমসত্ম পরিকল্পনা ভেসেত্ম যেতে পারে। তাই কুষ্টিয়া শহর রক্ষা বেড়িবাঁধ অবৈধ দখলদারের কবল থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া দরকার বলে সচেতন মহল মনে করেন। এ ব্যাপারে প্রশাসনের হসত্মক্ষেপ কামনা করছে সাধারণ মানুষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন