বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৪, ২০১৩

ঝিনাইদহের শৈলকুপার ৮০ জন বিএনপি নেতাকর্মী কারাগারে

পুলিশের গাড়ি পোড়ানো মামলায়

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দিপুসহ ৮০ জন নেতাকর্মীর জামিন বাতিল করে বুধবার দুপুরে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঝিনাইদহের একটি বিচারিক আদালত। মঙ্গলবার উচ্চ আদালতের জামিন মেয়াদ শেষ হলে বুধবার দুপুরে ১টার দিকে ৮৪ নেতাকর্মী ঝিনাইদহের বিচারিক হাকিম মোঃ খুরশিদ আলমের আদালতে স্থায়ী জামিন আবেদন করেন। কিন্তু আদালত ঝিনাইদহ-১ আসনের সাবেক সাংসদ আব্দুল ওহাবসহ ৪ জনের জামিন মঞ্জুর করে বাকী ৮০ নেতাকর্মীকে কারাগারে পাঠনোর নির্দেশ দেন। বিএনপির সাবেক সাংসদ ও শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ওহাব জানান, গত ৯ ডিসেম্বর শেখপাড়া বাজারে বিএনপির অবরোধ কর্মসূচী পালনকালে শের গাড়িতে অগ্নিসংযোগ ও সরকারী কাজে বাধা প্রদান কারার অভিযোগে মামলা হয়। তিনি আরো জানান, এই মামলায় বিএনপির ও শিবিরের ১৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২০০ ব্যক্তির নামে শৈলকুপা থানার উপ-পরিদর্শক সুলতান হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। গত ১৯ ডিসেম্বর এই মামলায় বিএনপি ও শিবিরের নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিন গ্রহণ করেন। আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাড. দবির হোসেন ও এ্যাড. বাবুল আক্তার। এর আগে গত সপ্তাহে কালীগঞ্জ উপজেলা বিএনপির ৮৮ নেতাকর্মীর জামিন বাতিল করে জেল হাজতে পাঠানো হয়। বর্তমানে শৈলকুপা ও কালীগঞ্জ উপজেলা বিএনপির ১৬৮ জন নেতাকর্মী করাগারে আটক রয়েছেন। এদিকে জেলাখানায় আটক নেতা কর্মীর দ্রুত মুক্তির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন