মঙ্গলবার, মার্চ ০৫, ২০১৩

হরিণাকুণ্ডুতে ৬ হাজার জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জামায়াত-শিবিরের হামলায় এক পুলিশ কনস্টেবলকে হত্যা ও সহিংসতার ঘটনায় ২শ’ জনের নাম উল্লেখ করে ৬ হাজার জামায়াত শিবিরের নেতা কর্মীর বিরুদ্ধে হামলা করা হয়েছে। হরিণাকুণ্ডু থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ ১২ জন জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেফতার করেছে।  হরিণাকুন্ডু থানার ডিউটি অফিসার এসআই ফারুক হোসেন জানান, রোববার জামায়াত শিবির কর্মীরা হরিণাকুন্ডু উপজেলা চত্ত্বরে ডিউটিরত পুলিশের উপর হামলা চায়িয়ে একজন পুলিশ কনষ্টেবল ওমর ফারুককে কুপিয়ে কুপিয়ে হত্যা করে। তারা উপজেলার বিভিন্ন অফিসে অফিসে তান্ডব চালিয়ে ভাংচুর ও আগুন ধরিয়ে সরকারি সম্পদ ধ্বংস করে। এ ঘটনার দায়ে তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।
এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলামকে রোববার রাতে খুলনা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। এরপর সাতক্ষীরার কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিনকে হরিণাকুণ্ডুতে আনা হয়েছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জান জানান, হরতালে দায়িত্বপালনে অবহেলার অভিযোগে ওসি রেজাউল করিমকে প্রত্যাহার করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন