মঙ্গলবার, মার্চ ০৫, ২০১৩

হরতালের দ্বিতীয় দিনে সহিংসতায় নিহত ৫

হাওয়া ডেস্ক : সিরাজগঞ্জ,সাতক্ষীরা ও জয়পুরহাটে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৫জন নিহত হয়েছে . এর মধ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২জন, সাতক্ষীরার কলারোয়া ২জন এবং জয়পুর হাটে ১জন নিহত হয়। এ সময় অন্তত ২০ জন গুলিবিদ্ধসহ শতাধিক ব্যক্তি আহত হয়। সাতক্ষীরার কলারোয়া ওফাপুর স্কুল মোড়ে এ সংর্ঘষের ঘটনা ঘটে। পুলিশ, বিজিবি, জামায়াত- শিবির কর্মীদের মধ্যে সংর্ঘষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় জামায়াত-শিবির কর্মীরা লাঠি মিছিল বের করলে পুলিশ বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শের নিক্ষেপ ও গুলি করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে এক শিবিরকর্মী নিহত হয়। এ ঘটনায় ২ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদের উল্লাপাড়া জেলারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস জানান, সকালে জামায়াত-শিবির কমীরা লাঠি মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এসময় মিছিলটি ছত্রভঙ্গ করে হয়ে যায়। বিক্ষুব্ধরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ কর ও লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় উভয়ের সংঘর্ষ ও গোলাগুলিতে ১ শিবিরকর্মী নিহত হয়। এ ঘটনায় ২ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে।
এর আগে রোববার হরতালের প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে অন্তত ২৫ জন নিহত হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন