মঙ্গলবার, মার্চ ০৫, ২০১৩

কুষ্টিয়ায় ছাত্রশিবিরের ৫ নেতাকর্মী গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় সোমবার জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘন্টা ২য় দিনের হরতাল পালিত হয়েছে। পুলিশ রোববার শহরতলী ত্রিমহনীর উডল্যান্ডের কাছে ট্রাক ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় ৫ শিবির কর্মীকে আটক করেছে। কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) শাহ আলম জানায়, শহরতলী ত্রিমহনীর উডল্যান্ডের কাছে একটি ট্রাকে আগুন দেওয়ার অভিযোগে পুলিশ রোববার দিবাগত মধ্যরাতে ৫ শিবির কর্মীকে আটক করেছে। আটককৃতরা হল কুষ্টিয়া সদর উপজেলার বাড়াদী কানাবিল মোড়ের আব্দুল করিমরে পুত্র শফিকুল আলম (৩০), বারখাদা এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র জুয়েল রানা (২৮), মৃত আকমলের পুত্র সোহান মালিথা (২৪), মিয়ারুল ইসলামের পুত্র রাকিবুল ইসলাম (২৬) ও হাউজিং এলাকার নিশান মালিথার পুত্র রিয়াজুল (২৯)।
এদিকে ২য় দিনের হরতাল চলাকালে কুষ্টিয়ায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কুষ্টিয়া থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। হরতালে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় শহরের বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন ছিলো। হরতালকে কেন্দ্র করে উপজেলাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন