মঙ্গলবার, এপ্রিল ০৯, ২০১৩

ভেড়ামারায় সন্ত্রাসী হামলা : বসতবাড়ী ভাংচুর লুটপাট : আহত- ১


মনির উদ্দিন মনির : কুষ্টিয়ার ভেড়ামারায় জমি থেকে উচ্ছেদ করতে সংঘবদ্ধ সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে বসতবাড়ি ভাংচুর ও লুটপাট করেছে। এসময় বাধা দিতে গেলে গুরুত্বর আহত হন গৃহবধু আরিফা খাতুন (২৫)। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া গ্রামে। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। লিখিত অভিযোগে জানা গেছে, জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া গ্রামের আব্দুল মান্নানের পুত্র আবুল কালাম আজাদ’র বাড়ীতে সন্ত্রাসী হামলা চালায় পাশ্ববর্তী আব্দুল জলিল, সাজেদুল ও করিম গং রা। এসময় সন্ত্রাসীরা বসতবাড়ী ভাংচুর করে গৃহবধু আরিফা খাতুন কে মারপিট করে . তার কাছে থাকা স্বর্নের দুল,
চেইন, ও নাক ফুল সহ প্রায় ৪০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আবুল কালাম আজাদ জানিয়েছেন, ধরমপুর ইউনিয়নের সাতাবাড়ীয়া মৌজার আর এস খতিয়ান নং ৫৮২ এবং ৩৬ নং দাগে সাড়ে ১৫ কাঠা জমি নিয়ে বিরোধ চলে আসছে প্রতিপক্ষ আব্দুল জলিল গং এর সাথে। পাটিসন সংক্রান্ত বিরোধ স্থানীয় ভাবে মিমাংসা করতে ব্যার্থ হলে জমি নিয়ে কুষ্টিয়া কোর্টে এবং দেওয়ানী মামলা রয়েছে। যার নং ০৯/২০১৩। এ বিষয়ে মহামান্য কোর্ট ( ইনজাংশন) স্থিতি অবস্থা জারি করেছে। অথচ সন্ত্রাসীরা কোর্টের নির্দেশ অমান্য করে জমি থেকে আমাদের উচ্ছেদ করতে হামলা চালিয়ে বসতবাড়ী ভাংচুর করেছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন