মঙ্গলবার, এপ্রিল ০৯, ২০১৩

কুষ্টিয়ায় হরতাল ভেঙ্গে গণজাগরণ মঞ্চের পতাকা মিছিল


ডেস্ক রিপোর্ট : কুষ্টিয়া গণজাগরণ মঞ্চের উদ্যোগে গতকাল হেফাজতে ইসলামের হরতাল ভেঙ্গে শহরে বিশাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কুষ্টিয়া শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে রাম রতন শাহ আলম চত্বর থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বীর মুক্তিযোদ্ধা জাহিদ রুমী স্কোয়ারে সমাবেশ অনুষ্ঠিত হয়। গণজাগরণ মঞ্চ, কুষ্টিয়ার আহ্বায়ক জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নাছিম উদ্দিন আহম্মেদ, আহ্বায়ক (সংস্কৃতি) জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক আমিরুল ইসলামের নেতৃত্বে পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন। গণজাগরণ মঞ্চের সাথে একাত্মতা ঘোষণা করে এই মিছিলে অংশগ্রহণ করেন জেলা জাসদের যুগ্ম সাধারন সম্পাদক জিল্লুর রহমান, জেলা বাসদের সমন্বয়ক কমরেড
শফিউর রহমান শফি, বাসদ নেতা শাহজাহান, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি ও স্বাধীনতা ব্রিগেড বাংলাদেশের সদস্য সচিব রাশেদুল ইসলাম বিপ্লব, জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারন সম্পাদক শাহীন সরকার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, কুষ্টিয়ার সাধারন সম্পাদক অসিত সিংহ রায়, সদর থানা জাসদের সভাপতি আমিরুল ইসলাম মকলু, চারুশিল্পী মীর জাহিদ, জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক জেব উন নিসা সবুজ ও যুগ্ম আহ্বায়ক আফরোজা আক্তার ডিউ, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি অভিজিৎ সিংহ রায় পাপ্পু, সাধারন সম্পাদক মওদুদ রানা, সদর থানা জাসদ ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক গোলাম এরশাদ, যুগ্ম আহ্বয়ক খোন্দকার ইসতিয়াক আহমেদ খোকন, সদর উপজেলা আহ্বায়ক পাইলট, বাসদ নেত্রী শ্যামাসহ মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পতাকা মিছিলে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। গণজাগরণ মঞ্চের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল কুষ্টিয়া শহরে এই পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, বুকের রক্ত দেবো তবুও ঘাতকের প্রচ্ছায়া দেখবো না। ইসলামের নামে হেফাজতে রাজাকারদের কালোহাত ভেঙে দেওয়া হবে। ইসলামের শত্র“, স্বাধীনতার শত্র“, দেশ এবং জাতির শত্র“ এই ভন্ড কাঠ মোল্লাদের বিরুদ্ধে কঠিন এবং কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন