মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০১৩

কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালতে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা

ষ্টাফ রিপোটার : কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালান করে কুষ্টিয়া শহরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৫ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করেছে। সোমবার সকালে ভোক্তা নিয়ন্ত্রন অধিদপ্তর কুষ্টিয়া অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহর নেতৃত্বে জেলা বাজার কর্মকর্তা রবিউল ইসলাম ও কমিশনার টিটুর উপস্থিতিতে কুষ্টিয়া মডেল থানার এ এস আই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করে। এ ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী সময় শহরের পশ্চিম মজমপুর এলাকায় স্বাদ চানাচুর ফ্যাক্টারীতে ১৫’শ টাকা, একই আইনের ৪৩ ধারা অনুযায়ী বটতৈল তাজ হোটেল এন্ড রেষ্টুরেন্টে ২ হাজার টাকা ও আল-আমিন হোটেল এন্ড রেষ্টুরেন্টে ২ হাজার টাকা জরিমানা করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন