মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০১৩

কুষ্টিয়া পৌরসভার পরিচালনায় খাদ্য দ্রব্যের ফরমালিন পরীক্ষা অভিযান

কুষ্টিয়া পৌরসভার পরিচালনায় খাদ্য দ্রব্যের ফরমালিন পরীক্ষা অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল সোমবার সকালে কুষ্টিয়া শহরের পৌরবাজার ও বড়বাজার সহ অন্যান্য বাজারে এ অভিযান পরিচালিত হয়। এ সময় আমদানীকৃত বিদেশী ফলের দোকান, মাছের বাজারে ফরমালিন সনাক্ত মেশিন দ্বারা নিদ্ধারিত মাত্রার অতিরিক্ত ফরমালিন দেওয়া আছে কিনা তা পরীক্ষা করা হয়। এছাড়া গরু, ছাগল ও মুরগীর বাজারের স্বাস্থ্য সম্মতভাবে ব্যবসা পরিচালনা হচ্ছে কিনা তা দেখেন এবং যাহারা লাইসেন্স বিহীন মাংসের ব্যবসা পরিচালনা করছেন তাদেরকে সতর্ক করা হয়। পরবর্তিতে লাইসেন্স বিহীন কোন ব্যবসায়ীকে পাওয়া গেলে পৌর আইন অনুযায়ী তাদের বিরোদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই মর্মে সতর্ক করা হয়। এই অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলে পৌর কর্তৃপক্ষ জানান। কুষ্টিয়া পৌরসভার ভারপ্রাপ্ত সেনিটারী ইন্সপেক্টর দেবাশীষ বাগচী এর নেতৃত্বে অভিযান পরিচালনার সময় আরো উপস্থিত ছিলেন গাজীউর রহমান, সোহেল রানা, শহীদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন