মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০১৩

ইবিতে ভর্তি পরীক্ষা আগামী ১৬ নভেম্বর

রাশেদুন নবী রাশেদ, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় আগামী ১৬ নভেম্বর হতে ২১ নভেম্বর পর্যন্ত ৫দিন ব্যাপি এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আগামী ২৪ নভেম্বরের মধ্যে ফলাফল ঘোষনা করা হবে। গতকাল সোমবার সকাল ৯টায় ভাইস চ্যান্সেলরের সভাকক্ষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মোবাইল অপারেটর টেলিটক এর মাধ্যমে আগামী ২৮ সেপ্টেম্বর হতে ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন জমা দেয়া যাবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.iubd.net/ www.iu. ac.bd/  এ বিস্তারিত জানা যাবে। এবছর ২২টি বিভাগের ৮টি ইউনিটে ১,৪৬৫ আসনের জন্য ভর্তির পরীক্ষা গ্রহণ করা হবে।সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আফজাল হোসেন সহ কেন্দ্রীয় ভর্তি কমিটির সম্মানীত সদস্যবৃন্দ। সভাটি পরিচালনা করেন ভর্তি কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার ড. মোঃ মসলেম উদ্দিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন