শনিবার, সেপ্টেম্বর ০৭, ২০১৩

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম এ শামীম আরজু’র দ্রুত আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, কুষ্টিয়া জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি, ক্রীড়া সংগঠক, সাংবাদিক, সমাজসেবক ও সাংস্কৃতিকমনা এম এ শামীম আরজু’র দ্রুত আরোগ্য কামনায় তার নিজ গ্রাম পিয়ারপুর ও শহরের কোর্টপাড়ার ঈদগা পাড়া মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার বাদ জুম্মা পিয়ারপুর জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে উপস্থিত মুসুল্লিরা এম এ শামীম আরজু’র দ্রুত সুস্থ্যতা কামনা করে আল্লাহর কাছে ফরিয়াদ জানান। এসময় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়ারখী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, সহ-সভাপতি তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক আখতার হোসেন, নজরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক কামরুজ্জামান কাজল, সাবেক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম অপু,  ইমরানুল হক, জাহাঙ্গীর আলম, সুলতান আহমেদ, মহসিন সর্দ্দার, মোমিনুল রহমান, মোহাম্মদ আলী, ফিরোজুর রহমান, আলতাফ হোসেনসহ রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, আত্মীয়-স্বজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসুল্লিরা। এদিকে  শুক্রবার বাদ জুম্মা শহরের কোর্টপাড়ার ঈদগা পাড়া জামে মসজিদেও মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে উপস
্থিত মুসুল্লিরা এম এ শামীম আরজু’র দ্রুত সুস্থ্যতা কামনা করে আল্লাহর কাছে ফরিয়াদ জানান। এসময় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি কাজী এনামুল হক আসাদ, শহর বিএনপির ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিউল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক খান এ করিম ওকুল,শহর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আমির বাদশা, ইবি সাবেক রেজিষ্ট্রার আমজাদ হোসেন, কুষ্টিয়া জেলা ঈদগাহ কমিটির কোষাধ্যক্ষ হাফিজুল ইসলাম খান, সরকারী কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান রানাসহ অ্যাড. খন্দকার মাহাবুব রহমান, সাবেক প্রধান শিক্ষক আব্দুল মোমিন, অ্যাড. মামুনুর রহমান বাদশা, যুবলীগ নেতা জাহিদ হাসান, অ্যাড. ইব্রাহিমসহ রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, আত্মীয়-স্বজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসুল্লিরা। এদিকে ঢাকার
পঙ্গু হাসপাতাল থেকে এম এম শামীম আরজু বাড়ীতে আসার পর তাকে দেখতে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বসান বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান বাবলু, যুগ্ম সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক আল আমিন কানাই, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, জেলা যুবদলের আহবায়ক মিরাজুল ইসলাম রিন্টু, কুমারখালী উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক শামসুদ দোহা লাল্টু, সাংবাদিক মীর আল আরেফীন বাবুসহ রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, আত্মীয়-স্বজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। উল্লেখ্য, গত ১১ আগষ্ট রোববার সন্ধ্যায় শহরের কাটাইখানা মোড়স্থ এম এ শামীম আরজুর আত্মীয় (ভাইরা ভাই) মরহুম এম এ মজিদের বাড়ীতে বেড়াতে যান। এসময় এম এ শামীম আরজু ওই বাড়ীর ছাদে উঠলে অসাবধানতা বশতঃ পা ছিটকে পড়ে যান। এতে সে মারাত্মক আহত হোন। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান এম এ শামীম আরজুর ডান পায়ের হাঁটুর উপরে ( থুরাই) একটি হাঁড় ভেঙে গেছে। তাই তার উন্নত চিকিৎসার জন্য ১২ আগষ্ট সোমবার ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করে। সেখানে তার বাল্য বন্ধু ডাঃ আনিসুর রহমান লাবু’র সার্বিক তত্বাবধানে ২০৯ নং কেবিনে ভর্তি হয়। সেখানে কিছুদিন চিকিৎসার পর তার পায়ে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ২২ আগষ্ট বৃহস্পতিবার অস্ত্রোপচার করা হয়।  হাসপাতালের ডাঃ শ্যামল দেবনাথ, ডাঃ অনিল গোশাথ ও ডাঃ রিপন দাশ তার সফল অস্ত্রোপচার করেন। সফল অস্ত্রোপচার শেষে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে  ২৮ অক্টোবর বুধবার রিলিজ ( ছাড়পত্র) দিয়ে বাড়ীতে পাঠিয়ে দেয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে ৩ মাস বিশ্রামে থাকতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন