শনিবার, সেপ্টেম্বর ০৭, ২০১৩

সরকারী আদেশ অমান্য করায় কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালতে ৩ জনের কারাদন্ড প্রদান

স্টাফ রিপোর্টার ॥ সরকারী আদেশ অমান্য করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চুরি করে মাছ ধরার অপরাধে  কুষ্টিয়ায় ৩ জনের ১৫ দিনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল শুক্রবার এ আদালত পরিচালনা করেন কুষ্টিয়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম জামাল আহমেদ। সাজাপ্রাপ্তরা হলেন- শহরের রমজান আলীর ছেলে মোতালেব হোসেন (৪৫),
মৃত জাকারিয়ার ছেলে কামরুজ্জামান (৩৩) ও সিরাজুল ইসলামের ছেলে মিলন (৩৫)।জানা যায়, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুরে মাছ ধরার বিধি নিষেধ থাকলেও বৃহস্পতিবার দিবাগত  রাতে বর্শি দিয়ে মাছ ধরছিলো মোতালেব হোসেন, কামরুজ্জামান ও মিলন। এ মাছ ধরার কথা গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানার এসআই তোফাজ্জেল সঙ্গীয় ফোর্সসহ তাদের আটক করে। পরে তাদের ভ্রাম্যমান আদালতে ২৯১ গণউপদ্রব বন্ধ করার পরেও উপদ্রব করায় প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন