বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০১৩

কাদের মোল্লার ফাঁসির আদেশ হওয়ায় কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের আনন্দ মিছিল

ষ্টাফ রিপোর্টার : একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারী আবদুল কাদের মেল্লার ফাঁসির আদেশ হওয়ায় আনন্দ মিছিল করেছে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকলীগ। জেলা ¯েচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজের নেতৃত্বে গতকাল বিকাল ৪টায় আনন্দ মিছিলটি সংগঠনটির স্থায়ী কার্যালয় বঙ্গবন্ধু সুপার মার্কেট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা ট্রাফিক মোড়ে গিয়ে সমাবেশের আয়োজন করে। সমাবেশে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আক্তারুজ্জামান লাবু তার বক্তব্য বলেন, সকল যুদ্ধাপরাধীর বিচার এই বাংলার মাটিতেই হবে। রায়কে কেন্দ্র করে জামায়াত হরতাল ডেকে, ভাংচুর, অগ্নিসংযোগ করে এই রায়কে ঠেকাতে পাড়বে না। এদিকে সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজ তার বক্তব্য বলেন, কাদের মোল্লার ফাঁসির রায়ের মাধ্য্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা পেয়েছে। সকল মানবতাবিরোধী অপরাধের বিচার এই বাংলাতেই হবে। এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মিজানুর রহমান মজনু,প্রচার সম্পাদক ইকবাল হোসেন বাবু,সাংগাঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মামুন, প্রভাষক মোফাজ্জেল হক, আশরাফ উদ্দিন, শেখ মো: হোসেন, গোলাম মোস্তফা হান্নান, আব্দুল বারী টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক হালিমুজ্জামান, সেলিম রেজা, সাইফুল ইসলাম সুমন, কদল আলী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাবুদ্দিন সাবু, দপ্তর সম্পদক ফারুক হোসেন, সহ-দপ্তর সম্পদক সৌরভ আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক কামাল শেখ, তথ্য গবেষণা ও পাঠাগার বিষয়ক সম্পাদক কামারুজ্জামান নান্টু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মফিল উদ্দিন মন্ডল, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম সুমন, স্বাস্থ বিষয়ক সম্পাদক নুর সিদ্দিক মানিক, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিক রহমান উচ্ছল, সমাজকল্যাণ সম্পাদক শহিদুজ্জামান সুরুজ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মহিবুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক রিপন হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুভিন আক্তার, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাব্বি আল আমিন, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক সুবর্ণা মাহাবুব, সহ-মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম তোতাসহ স্বেচ্চাসেবকলীগের সদস্য, ফারুক হোসেন, এ্যাড. নিজাম উদ্দিন, আসাদুর রহমান আশা, আতাউর রহমান আতা, সোলাইমান মাস্টার, শাহ আলমগীর, মুকুল হোসেন, মাহাবুবুল রহমান বাবু, আরিফুল হক খান রাব্বি, গোলাম হোসেন, সবুজ আহমেদ, মহিম মন্ডল, বাবলু আহমেদ, রিন্টু আহমেদ, আশা, এনায়েতুর রহমান পলাশ, জালার উদ্দিন, সোহেল পারভেজ মাসুদ, মনিরুজ্জাম ঠান্টু, সোহেল রানা বাবু, আলিম বাবু, মাসুদুর রহমান, শুভ, মাসুদ রানা, আবু সাঈদ ও কালু প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন