বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০১৩

কুষ্টিয়ায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের গণ ছুটি : দাপ্তরিক কাজে স্থবিরতা

ষ্টাফ রিপোর্টার : ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দুই দফা বাস্তবায়নের দাবীতে কুষ্টিয়া জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গন ছুটি কর্মসুচী পালন করছে। আজ বুধবার সকাল থেকে কুষ্টিয়া জেলার প্রকৌশল দপ্তরে এই গন ছুটি পালন করা হচ্ছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা জানায়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষকদের পেশাগত সমস্যা সমাধানে সরকারের আন্তঃমন্ত্রনালয় কমিটির সুপারিশ সরকার কর্তৃক বার বার আশ্বাস প্রদান করার পরও আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এমনকি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অর্ধ ডজন তাগাদাপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রদান করা হলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হচ্ছেনা। শুধু তাই নয়, শিক্ষা সচিব এর সভাপতিত্বে ও গণপূর্ত সচিব উপস্থিতিতে গত ২০ আগষ্ট’১৩ আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ ১৫ দিনের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করার পরও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষকদের ন্যুনতম সমস্যা সমাধানে কোন অগ্রগতি হয়নি। ফলে সারা দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও পলিটেকনিক ছাত্র শিক্ষকদের মধ্যে হতাশা ও তীব্র ক্ষোভ দিন দিন ব্যাপক বৃদ্ধি পাচ্ছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ বাস্তবায়নে অযাচিত হস্তক্ষেপ, অনৈতিক প্রচারনা ও বাধা প্রদানের প্রতিবাদে গত ২ সেপ্টেম্বর’১৩ ঢাকায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় ভাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে ১৮ েেসপ্টেম্বর’১৩ দেশব্যাপী বিভিন্ন সংস্থায় কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের গন ছুটি ভোগের কর্মসুচী ঘোষনা করেন। কুষ্টিয়া জেলার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ, পলিটেকনিক ইনস্টিটিউট, গনপূর্ত বিভাগ, বি এ ডিসি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জন স্বাস্থ্য বিভাগ, এলজিইডিসহ বিভিন্ন প্রকৌশল প্রতিষ্ঠানের প্রায় ৫হাজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ছাত্র-শিক্ষক এই গণ ছুটি পালন করছে। এদিকে গন ছুটি পালন করায় কুষ্টিয়া জেলার প্রকৌশল প্রতিষ্ঠানে কাজ কর্ম স্থবির হয়ে পড়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন