বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০১৩

গ্রাম বাংলার খেলাধুলার ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব

সংবাদ বিজ্ঞপ্তি : খেলা ধুলার মধ্যে কোন যুব সমাজ যদি নিয়োজিত থাকে তাহলে সমাজে অপরাধ প্রবনতা থাকে না। এর জন্য আন্তরিক উদ্দ্যেগ থাকা দরকার। কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গ্রামীন খেলাধুলার সমাপনি অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। গণপ্রজাতন্ত্রী সরকারের এই উদ্দ্যেগকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন এ ধরনের আয়োজনের মাধ্যমে গ্রাম বাংলার হারানো খেলাধুলার ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব। তিনি গতকাল কুষ্টিয়া স্টেডিয়ামে গ্রামীন বাংলার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মাঠে উপস্থিত থেকে দীর্ঘক্ষন খেলা উপভোগ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি খন্দকার জুলফিকার আলী আরজু। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জহুরুল হক চৌধুরী রঞ্জু, কাজী রফিকুর রহমান, মোঃ সাদাত উল আনাম পলাশ, এ্যাড. মোসাদ্দেক আলী মনি, খন্দকার ইকবাল মাহমুদ, মাজেদুর রহমান মহসিন, খোকন সিরাজুল ইসলাম, মীর আয়ুব হোসেন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য খায়রুল ইসলাম, সাঈদ আহাম্মদ বড় বাবু, আনিসুর রহমান, হাবিবুর রহমান বাপ্পী, আল হামরা বেগম, সামছে বাজেগা, আলী হাসান মন্টা, সিভিল সার্জনের প্রতিনিধি মোঃ তাজউদ্দিন, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি এস. এস. কাদরী শাকিল, মতিয়ার মাষ্টার, লিয়াকত মাষ্টার, আখতরুজ্জামান মৃধা পলাশ, এস. এম. কাদরী প্রমুখ। গ্রামীন খেলায় হাডুডু খেলায় কুমারখালী চ্যাম্পিয়ান ও রানার আপ কুষ্টিয়া সদর, কানামাছি ভোভো খেলায় চ্যাম্পিয়ান কুমারখালী ও রানার আপ ভেড়ামারা, দাড়িয়া বাশ খেলায় চ্যাম্পিয়ান মিরপুর ও রানার আপ ভেড়ামারা উপজেলা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন