বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০১৩

কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালতে ৭ মাদক সেবীর জরিমানা


স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালতে ৭ মাদক সেবীর পৃথক জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম জামাল আহমেদের নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কুষ্টিয়ার সার্কেলের পরিদর্শক কাজী হাবিবুর রহমান ও এস আই আব্দুস সামাদ’র উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।  জানা যায়, গতকাল কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের গোপালপুর গোরস্থান এলাকায় মাদকসেবীরা মাদক সেবন করছিল। এমন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কুষ্টিয়ার সার্কেলের পরিদর্শক কাজী হাবিবুর রহমান ও এস আই আব্দুস সামাদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে মাদক সেবন করা অবস্থায় ৭ জনকে আটক করে। পরে ভ্রাম্যমান আদলতে বসিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ২২ (খ) ধারা অনুযায়ী আটক লাহিনী বটতলা এলাকার মৃত বিদু ঢালীর ছেলে লকা (৫৫) কে ২ হাজার টাকা, কুমারখালী উপজেলার পাহাড়পুর গ্রামের মৃত চাঁদ আলী শেখের ছেলে বকুল হোসেন (৪২), সদর উপজেলার কমলাপুর গ্রামের মাগরিব মুন্সীর ছেলে মোজাফফর আলী (২৫), গোপালপুর গ্রামের মৃত মজির উদ্দিন খাঁ’র ছেলে ফরিদ আলী (৪৫), মৃত ছাদ আহম্মেদের ছেলে নাজমুল (৩৩), জিয়ারখি ইউনিয়নের মাঠপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে শাহিনুল (৩২) ও জোতপাড়া গ্রামের মসলেম উদ্দিনের ছেলে আব্দুল লতিফ (৪২) ১ হাজার টাকা করে জরিমানা করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন