শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০১৩

মহিলাদলের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও উজানগ্রাম ইউনিয়ন মহিলাদলের কমিটি গঠন

 স্টাফ রিপোর্টার : জাতীয়তাবাদী মহিলাদলের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও উজানগ্রাম ইউনিয়ন মহিলাদলের কমিটি গঠন উপলক্ষে এক আলোচন সভার আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে উজানগ্রাম ইউনিয়নের সোনাইডাঙ্গা মাদ্রাসাপাড়ায় ইউনিয়ন মহিলাদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সদর থানা মহিলাদের যুগ্ম আহবায়ক আক্তার বানু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধাদলের সভাপতি, সদর থানা বিএনপির সভাপতি, জেলা বিএনপিার সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন। অধ্যক্ষ সোহরাব উদ্দিন তার বক্তব্যে বলেন, দেশকে অরাষ্ট্রকর কার্যকর করার ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এসরকার। এ সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। বিএনপিকে ধক্ষংস করার জন্য তারেক জিয়া ও জিয়ার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এসরকার। মহাজোট সরকারের পায়ের নিচে মাঠি নেই ভেবে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। তত্বাবধায়ক সরকারের অধিনে ছাড়া বিএনপি কোন নির্বাচনে যাবে না বাংলাদেশের মাটিতে বিএনপির বিরুদ্ধে কোন ষড়যন্ত্রই এদেশের আপামর জনগণ মেনে নেবে না। তিনি বলেন, এ সরকার যদি তত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুর্নবহাল না করে তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। ইসলামকে ধক্ষংস করার জন্য এ সরকার বিদেশেীদের সাথে আঁতাত করেছে। বিদেশী প্রভুদের মন জয় করতে ব্যতিব্যস্ত এ সরকার। এসরকার গণতন্ত্রকে ধক্ষংস করার জন্য উঠে পড়ে লেগেছে। যতই এ সরকার মুখে গণতন্ত্রেও কথা বলুক না কেন, বাস্তবে তা লক্ষ্য করা যাচ্ছে না। দেশ, জাতী ও ধর্ম রক্ষায় সবাইকে লড়াই করতে হবে। বিএনপির আন্দোলন সংগ্রাম ভিন্নখাতে প্রবাহিত করার জন্য বর্তমান সরকার জিয়ার পরিবার ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ
্ছে।সদর থানা বিএনপির প্রচার সম্পাদক শহীদুজ্জামান খোকনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সম্মানিত সদস্য বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সিহাব উদ্দিন, সদর থানা বিএনপির সহ-সভাপতি শহীদুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ওমর ফারুক, যুগ্ম সম্পাদক হাজী রবিউল আওয়াল, সহ-সভাপতি ওয়াহেদুজ্জামান ওয়াহেদ, সদর থানা ছাত্রদলের আহবায়ক আব্দুল আওয়াল বাদশা, শহর মহিলাদলের মহিলা সম্পাদিকা কুমকুম রহমান, সদর থানা মহিলাদলের আহবায়ক সাবিহা সুলতানা আফ্রিদি সুলতানা শিল্পী, শহর মহিলাদল নেত্রী শিরিন রতন, সদর থানা মহিলাদলের যুগ্ম আহবায়ক অ্যাড. আকলিমা পারভীন, উজানগ্রাম ইউনিয়ন বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবু, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান বাবু, উজানগ্রাম ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল মজিদ, উজানগাম ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক রাজ্জাক মাহামুদ রাজ।উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উজানগাম ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রউফ, মুনজুরুল আলম ডাবলু, সদর থানা যুবদলের যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া, উজানগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীর কাল্টু, শহর ছাত্রদলের সহ-সভাপতি জুয়েল আহমেদ রনি, শহর মহিলাদল নেত্রী সীমা পারভীন, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বাবু মন্ডল, ছাত্রদল নেতা আলামীন, ইকবাল আহমেদ, উজ্জ্বল, বিএনপি নেতা শেখ মোহাম্মদ আব্দুর রউফ, শরিফুল ইসলাম বিমল, উজানগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, শরিফুল ইসলাম, জাফর মোল্লা, আমিরুল ইসলাম, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলম মন্ডল, উজানগ্রাম ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম, খালিদ হাসান, সদস্য টুটুল, খোকন, সাদ্দাম, মিলন, সজিব, সুমন, হাবিব প্রমুখ।আলোচনা সভা শেষে উজানগ্রাম ইউনিয়ন মহিলাদলের আহবায়ক কমিটি গঠন ও মহিলাদলের ৩৫তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে কেক কেটেপালন করা হয়। কমিটিতে রয়েছেন আহবায়ক আক্তার বানু, যুগ্ম আহবায়ক খোদেজা খাতুন, আম্বিয়া খাতুন, ছাবিনা ইয়াসমিন, ফরিদা খাতুন, মিষ্টি মালা খাতুন, রোমেছা খাতুন, আফরোজা খাতুন ও সারমিন আক্তারসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন